Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধ্যরাতে হেফাজতে ভাঙাগড়া

বাতিলের সাড়ে ৩ ঘণ্টার মাথায় আহ্বায়ক কমিটি

চট্টগ্রাম ব্যুরো ও হাটহাজারী সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

মধ্যরাতে হেফাজতে ইসলামে ভাঙ্গাগড়া ওলট-পালট হয়েছে। কমিটি বিলুপ্তির সাড়ে তিন ঘণ্টা পর সেহেরির সময় গঠন করা হয় আহ্বায়ক কমিটি। হেফাজতে ইসলামের সদ্য সাবেক আমির আল্লামা জুনাইদ বাবুনগরীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। তার আগে রোববার রাত নয়টার পর থেকে হাটহাজারীসহ চট্টগ্রামে একপ্রকার চাউড় হয়ে যায় হেফাজতের আমির জুনাইদ বাবুনগরী গ্রেফতার হচ্ছেন। এরমধ্যে রাত ১১টায় ফেসবুক লাইভে এসে হেফাজতের পূর্ণাঙ্গ কমিটি বাতিলের ঘোষণা দেন বাবুনগরী।

ভিডিও বার্তায় তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ-পূর্ব এশিয়ার অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ কিছু নেতার পরামর্শে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয় হিসাবে পরিচিত চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় রাতভর চলে ভাঙ্গাগড়া, নানা নাটকীয়তা। মাদরাসার ভেতরে বাইরে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অবস্থান নেন। আইন-শৃঙ্খলা বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও দেখা যায় সেখানে। এতে মাদরাসার ছাত্র শিক্ষকসহ স্থানীয়দের মাঝে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। জুনাইদ বাবুনগরীসহ নেতারা গ্রেফতার হচ্ছেন এমন আশঙ্কা জানান অনেকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন জুনাইদ বাবুনগরীকে গ্রেফতার প্রস্তুতি ছিলো। তবে কমিটি বিলুপ্ত করায় গ্রেফতার অভিযান শেষ পর্যন্ত হয়নি। তবে মাদরাসা ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক নজরদারি অব্যাহত আছে।

এদিকে কমিটি বিলুপ্ত ঘোষণার সাড়ে তিন ঘণ্টা পর রাত আড়াইটার দিকে তিন সদস্যের এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক করা হয় জুনাইদ বাবুনগরীকে। অন্যরা হলেন আল্লামা মহিববুল্লাহ বাবুনগরী, নুরুল ইসলাম জিহাদী। এরমধ্যে মহিব্বুল্লাহ বাবুনগরী জুনাইদ বাবুনগরীর মামা। তিনি আগের কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন। নুরুল ইসলাম জিহাদী আগের কমিটির মহাসচিব। এরপর ভোর চারটার দিকে জানানো হয়, সালাউদ্দিন নানুপুরী ও মিজানুর রহমান চৌধুরীকে আহবায়ক কমিটির সদস্য করা হয়েছে। শিগগির আহবায়ক কমিটির সদস্য হিসেবে আরও কয়েকজনের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন হেফাজত নেতারা। আহবায়ক কমিটি কাউন্সিলের মাধ্যমে সারাদেশে নতুন কমিটি গঠন করবে।

অপরদিকে হেফাজতের কমিটি বিলুপ্ত করায় খুশি হেফাজতের ভেতরে বাইরে থাকা সরকার সমর্থক হিসাবে পরিচিতরা। বিশেষ করে আল্লামা জুনাইদ বাবুনগরীর নেতৃত্বে গঠিত কমিটি থেকে বাদ পড়া নেতারা এই ঘটনায় এখন দারুণ চাঙ্গা। তারা আসন্ন নতুন পুর্ণাঙ্গ কমিটিতে ভাল পদ পেতে কর্তৃপক্ষের মাধ্যমে এখনি হেফাজতের আহ্বায়ক কমিটির সদস্যদের চাপ দিয়ে যাচ্ছেন বলে জানা যায়। নতুন কমিটিতে সরকার সমর্থক হিসাবে পরিচিত মরহুম আল্লামা শফির পুত্র ও হেফাজতের সাবেক প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানি, সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মইনুদ্দীন রুহিসহ অনেকে ভাল পদে আসতে পারেন।

কেন্দ্রীয় কমিটি বিলুপ্তি ঘোষণার পর পর আল্লামা শফির অনুসারী হেফাজতের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মঈনউদ্দীন রুহি ফেসবুক লাইভে এসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান। তিনি বলেন সদ্যবিলুপ্ত হেফাজতের সাবেক আমির বাবুনগরীর যে কমিটি তা ছিল অবৈধ। এ কমিটি বিলুপ্ত করায় তিনি বাবুনগরীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা অতি শিগগিরই হেফাজতের কমিটি করবো। প্রতিষ্ঠাতা মরহুম আল্লামা শাহ আহমদ শফির আদর্শ ও সংগঠনের গঠনতন্ত্র সংবিধান অনুসারে আমরা কমিটি ঘোষণা করবো।

গত বছরের ১৫ নভেম্বর জুনাইদ বাবুনগরীকে আমির করে ১৫১ সদস্য বিশিষ্ট হেফাজতের কমিটি ঘোষণা করা হয়। গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বিক্ষোভ সহিংসতার পর নতুন করে আলোচনায় আসে হেফাজত। ওই বিক্ষোভে চট্টগ্রামসহ সারাদেশে হেফাজতের ১৭ জনের বেশি নেতাকর্মী নিহত হন। এই ঘটনায় হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে ৯৭টি মামলা হয়। এসব মামলায় ৬৯ হাজারের মতো আসামি করা হয়েছে। এমন পরিস্থিতিতে জাতীয় সংসদে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকের নারায়গঞ্জ রির্সোট কান্ডের অস্বস্তিকর বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর হেফাজতের পরিস্থিতি দ্রুত পাল্টাতে থাকে। গ্রেফতার হতে থাকেন কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

প্রতিদিনই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হেফাজতের নেতাকর্মী ও সমর্থকেরা গ্রেফতার হচ্ছেন। এরমধ্যে এ পর্যন্ত সংগঠনটির কেন্দ্রীয় ও গুরুত্বপূর্ণ ১৯ জন নেতাকে গ্রেফতার করা হয়েছে। এই পরিস্থিতিতে অরাজনৈতিক এই সংগঠনটির কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটির ঘোষণা করা হলো।



 

Show all comments
  • md faruk ২৭ এপ্রিল, ২০২১, ১:১৫ এএম says : 0
    এই হল আমাদের রাষ্ট্রীয় বাকস্বাধীনতা.....!দেশ ও ইসলামের স্বার্থে গঠিত অরাজনৈতিক সংগঠন হেফাজত আজ সরকারের রোষানলে পড়ে কেন্দ্রীয় কমিটি বাতিল ঘোষণা করতে বাধ্য হয়েছেন। নতুবা হামলা-মামলা......!আর হেফাজত আমিরের তো এই বয়সে রিমান্ড এবং জেল-জুলুম সহ্য করার যে,ক্ষমতা নেই সরকার বাহাদুর ভালো করে জানেন বলেই মধ্যরাত থেকে গভীর রাত পর্যন্ত হামলা-মামলা অতঃপর নাটকীয়তার সাথে হেফাজত কেন্দ্রীয় কমিটির বিলুপ্তি ঘোষণা। তবে কারোই খুশি হওয়ার কিছু নেই.......!ومكروا ومكرالله والله خيرالماكرين........!
    Total Reply(0) Reply
  • Md Monir ২৭ এপ্রিল, ২০২১, ১:১৫ এএম says : 0
    ইনশাআল্লাহ হেফাজতে ইসলাম আছে থাকবে
    Total Reply(0) Reply
  • তানিম আশরাফ ২৭ এপ্রিল, ২০২১, ১:১৫ এএম says : 0
    আলহামদুলিল্লাহ, আমিরে হেফাজত এর খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কে মুবারকবাদ
    Total Reply(0) Reply
  • Samiul Hasan ২৭ এপ্রিল, ২০২১, ১:১৬ এএম says : 0
    পুরাতন কমিটি বিলুপ্ত দেখে বামপাড়ায় হৈচৈ শুরু হয়ে গেছিলো।এ যেন ঈদের চাঁদ উঠেছে। কিন্তু আহ্বায়ক কমিটি গঠন করে বামপাড়া এবং মিড়িয়া পাড়ার ঈদ পালন করতে দিলোনা। ঈদের আগে সব ভেস্তে গেলো।
    Total Reply(0) Reply
  • নীল কাব্য ২৭ এপ্রিল, ২০২১, ১:১৬ এএম says : 1
    হেফাজতের কমিটি বিলুপ্ত ঘোষণা সময়োপযোগী সিদ্ধান্তঃ! মনে রাখতে হবে বিলুপ্ত মানেই শেষ নয় বরং ঘুরে দাড়াতে কখনো কখনো একটু পেছন থেকে শুরু করতে হয়। সব ভাঙ্গা মানে শেষ নয় কিছু ভাঙা মানে জীবনের শুরু হয়।
    Total Reply(0) Reply
  • Mohammed Abdur Rahman ২৭ এপ্রিল, ২০২১, ১:১৭ এএম says : 0
    ধন্যবাদ আমীরে হেফাজত ৷ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আল্লামা জুনায়েদ বাবুনগরী ৷
    Total Reply(0) Reply
  • Dr. Jaforullah Chowdhury ২৭ এপ্রিল, ২০২১, ১:১৮ এএম says : 1
    সরকার হেফাজতকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত
    Total Reply(0) Reply
  • Md Norul Amin ২৭ এপ্রিল, ২০২১, ১:২০ এএম says : 0
    ইফতারে বিলুপ্ত সেহরিতে নবকমিটি। আলহামদুলিল্লাহ সুন্দর সমাধান।
    Total Reply(0) Reply
  • Valorous Respondent ২৭ এপ্রিল, ২০২১, ১:২০ এএম says : 0
    হেফাজত বিলুপ্তির খুশিতে যারা হেসেছিলো তাদের জন্য এক বালতি সমবেদনা
    Total Reply(0) Reply
  • শাব্বির আহমেদ ২৭ এপ্রিল, ২০২১, ৪:৩৮ এএম says : 0
    হেফাজতে ইসলাম বাংলাদেশ দ্বিতীয় ভুল করলো।কারণ এ সংগঠনটির স্বকৃয়ীও সদস্য হলো আলেম ওলামা ও মাদ্রাসার ছাত্র সাধারণ মানুষ তাদের ডাকে সাড়া দেয়।আর মাদ্রাসা গুলো চলে দেশের জনগণের সাহায্য সহযোগীতায় এমতাবস্থায় হেফাজত কঠিন কোনো কর্মসূচি দিলে বিপদে পড়া ছাড়া উপায় নেই। তাই হলো। সরকার ও ছাড় দেবে না এ কারণে যে, মাঠে এখন কোনো রাজনৈতিক দল নেই সরকারের ভয় ও নেই। এখন হেফাজত মাঠে নেমে টিকে থাকতে পারলে অন্যন্য রাজনৈতিক দল হেফাজতের কাঁধে ভর করে ফায়দা হাসিল করবে যা সরকারের জন্য বিপজ্জনক, এ কারণে হেফাজত কে সরকার কঠোর হস্তে দমন করবে। এটাই স্বাভাবিক। হেফাজতের মনে রাখতে হবে কোনো অবস্থাতেই তাদের কঠিন কর্মসূচি দিয়ে টিকে থাকতে পারবে না, সেটা যে সরকারের আমলেই হোক না কেন।তা না হলে তৃতীয় ভুল সংঘটিত হবে। আল্লাহ হেফাজত করেন। আমিন।
    Total Reply(0) Reply
  • মোঃ আনোয়ার হোসেন ২৭ এপ্রিল, ২০২১, ৯:০৭ পিএম says : 0
    হেফাজত ইসলামকে অনেকেই সমর্থন করে আমিও করি।এর আগেও হেফাজত, সরকারের সাথে আপোষ করে বিতর্কিত হয়েছিল।আবারও যদি হেফাজতে ইসলাম সরকারের সাথে গোপনে আপোষ করে তাহলে হেফাজতে ইসলামকে মানুষ আর সমর্থন করবেনা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হেফাজতে ইসলাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ