Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামেও ফুরিয়ে আসছে ভ্যাকসিন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

চট্টগ্রামেও ফুরিয়ে আসছে করোনা ভ্যাকসিনের মজুদ। খুব শিগগির নতুন করে কোনো চালান না আসলে দ্বিতীয় ডোজ থেকে বঞ্চিত হতে পারে প্রায় এক লাখ টিকা গ্রহীতা। তাছাড়া যে মজুদ রয়েছে তা দিয়ে চলতে পারে মাত্র এক সপ্তাহ বা তারও কম সময়। এ অবস্থায় ভ্যাকসিন কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন চট্টগ্রামের স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

জানা গেছে, চট্টগ্রামে ভ্যাকসিনের মজুদ রয়েছে ১১ হাজার ২০২ ভায়াল বা এক লাখ ১২ হাজার ২০ ডোজ। এরমধ্যে ১৪ উপজেলায় মজুদের পরিমাণ ৫৩ হাজার ৭০০ এবং মহানগর এলাকায় ৫৮ হাজার ৩২০ ডোজ। এছাড়া প্রথম ডোজ ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা চার লাখ ৫৩ হাজার ৭৬০ জন এবং এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন দুই লাখ আট হাজার ৯২৪ জন। সে হিসেবে এখনও ভ্যাকসিন গ্রহণ করেননি দুই লাখ ৪৪ হাজার ৮৩৬ জন। ভ্যাকসিনের মজুদ রয়েছে এক লাখ ১২ হাজার ২০ ডোজ। ফলে আরও এক লাখ ৩২ হাজার ৮১৬ জন মানুষ ভ্যাকসিন বঞ্চিত থাকবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ