Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম ডোজ বন্ধের সিদ্ধান্ত বিপর্যয় আনতে পারে

বিবৃতিতে ড. কামাল হোসেন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

জনগণকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানিয়েছে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, করোনায় যেখানে মৃত ও শনাক্তের হার দেশে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। সেখানে ভ্যাকসিন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, শুধু মাত্র ‘সিরাম’ একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা কি সঠিক হয়েছে? করোনার বিরুদ্ধে লড়াই ঘোষণা করে, ভ্যাকসিন নাই অক্সিজেন নাই, পর্যাপ্ত করোনা টেস্ট কিংবা চিকিৎসার ব্যবস্থা নাই। বাংলাদেশের মতো জনবহুল দেশে এটা কতবড় বিপর্যয় বয়ে আনতে পারে সরকার মনে হয় এটা ঠিকমত বুঝে উঠতে পারেনি।

তিনি বলেন, আমরা করোনার আক্রমণ থেকে জনগণকে রক্ষার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। অতিসত্বর করোনার ভ্যাকসিন সংগ্রহ ও জনগণের মধ্যে পুরোদমে ভ্যাকসিন প্রদানের দাবি জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ