রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নোয়াখালীর চাটখিল উপজেলায় গত ৪ দিনে ৩টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের কারণে এসব ঘটনা ঘটেছে। তার মধ্যে একটি আত্মহত্যার প্ররোচণার অভিযোগে চাটখিল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীনগর গ্রামে এক প্রবাসীর বাবা দেলোয়ার হোসেন (৫৫) এর কাছে ছেলের কাছে রমজান মাসের খরচের জন্য ২০ হাজার টাকা চান। ছেলে টাকা দিতে অস্বীকার করায় দেলোয়ার তার স্ত্রী ও কন্যাদের বিষয়টা জানালে তারাও ছেলের পক্ষ নিয়ে কথা বলায় তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন।
দ্বিতীয় আত্মহত্যাটি ঘটে গত শুক্রবার রাতে চাটখিল পৌর শহরের ৬নং ওয়ার্ডের মানিক দাসের বাড়িতে দিজন চন্দ্রদাসের স্ত্রী আঁখি চন্দ্র দাস (৩০)। পারিবারিক কলহের কারণে একটি শালিশ বৈঠকে তাকে অপমান করায় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এছাড়া গত রোববার রাতে উপজেলার রেজ্জাকপুর গ্রামের ইয়াকুব হোসেন মোহনের স্ত্রী কোহিনুর আক্তার (২৫) পারিবারিক কলহের জের ধরে শ্বাশুড়ি ও স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এই ব্যাপারে কোহিনুরের বোন ফারহানা স্বপ্না আত্মহত্যার প্ররোচণার অভিযোগে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, কোহিনুরের স্বামী ইয়াকুব হোসেন মোহনকে আটক করা হয়েছে এবং কোহিনুরের লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।