বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা হাটের সরকারি জায়গায় দোকানঘর বরাদ্দ নিয়ে গোডাউন নির্মাণ করছেন এক কীটনাশক ব্যবসায়ী। ভূমি অফিসের কর্মকর্তাদের নজর না থাকায় গত দুইমাসে অনেকে অবৈধভাবে ইটের ঘর নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠেছে।
প্রাপ্ততথ্যে জানা গেছে, রণবাঘা হাটের ৯.২৯ বর্গমিটার সরকারি জায়গায় অস্থায়ী ভিত্তিতে লাইসেন্স ফি বাবদ ৪শ’ ৮৪ টাকা জমা দিয়ে দোকান বরাদ্দ পেয়েছেন ইনছানুর রহমান। অথচ হাটের পাশেই রয়েছে তার কীটনাশকের ব্যবসা প্রতিষ্ঠান। তিনি নাটোরের সিংড়া উপজেলার হাঁসপুকুরিয়া গ্রামের হাজী গোলাম রহমানের ছেলে। উপজেলা ভূমি কর্মকর্তা স্বাক্ষরিত দোকান বরাদ্দের রশিদে ৯.২৯ বর্গমিটার দোকান উল্লেখ থাকলেও অবৈধভাবে রাতের আধাঁরে ইট দিয়ে গোডাউন ঘর নির্মাণকাজ করছেন ইনছানুর।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, অবৈধ দখলের কারণে রণবাঘা হাটের সরকারি জায়গা দিনদিন কমেই চলেছে। সেদিকে দেখার কেউ নেই। কীটনাশক ব্যবসায়ী ইনছানুরের দীর্ঘদিনের অবৈধ দখল করা ইটের গোডাউনের পাশের জায়গায় দোকানঘর বরাদ্দ নিয়ে অতিরিক্ত জায়গা দখল করে ইট দিয়ে আরেকটি গোডাউন নির্মাণকাজ করছে। এদিকে ইনছানুর রহমান বলেন, ঘর বরাদ্দের সরকারি রশিদ আছে। তবে ঘর একটু বড় হচ্ছে, ভূমি অফিস ও বণিক সমিতিকে জানিয়েই নির্মাণকাজ করছি।
রণবাঘা বণিক সমিতির সভাপতি মিলন কর্মকার বলেন, বিষয়টি আমার জানা নেই। কয়েকদিন বাজারে ছিলাম না। সেক্রেটারী হয়তো জানে। তবে বণিক সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, অতিরিক্ত জায়গায় ঘর নির্মাণ করলে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করব।
এপ্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল ইসলাম বলেন, যতোটুকু জায়গা বরাদ্দ আছে, তার মধ্যেই ঘর হবে। অতিরিক্ত জায়গায় ঘর নির্মাণ হলে ভেঙে দেওয়া হবে। সরেজমিনে গিয়ে ব্যবস্থা নেব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।