বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরের চৌগাছায় সুরাইয়া আক্তার আয়েশা (১৮) নামে এক গৃহবধূকে বালিশ চাপা দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
চৌগাছা পৌরসভার মাঠপাড়া গ্রামে রোববার রাতে নিজ ঘরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এঘটনায় সুরাইয়ার স্বামী হাফেজ জুয়েল রানা ইমরান ও তার মা বিলকিস বেগমকে আটক করেছে পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। নিহত সুরাইয়া যশোর সদর উপজেলার দিয়াপাড়া গ্রামের ইলিয়াস হোসেনের মেয়ে।
অভিযুক্ত জুয়েল রানা ইমরান চৌগাছা পৌরসভার ৫নং ওয়ার্ডের মাঠপাড়া গ্রামের হাসানুর রহমানের ছেলে। তাদের গ্রামের বাড়ি ঝিকরগাছা উপজেলার গুলবাগপুর গ্রামে। কয়েকমাস আগে চৌগাছা উপজেলা পরিষদ জামে মসজিদে কিছুদিন মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে। বর্তমানে তিনি পেশায় রাজমিস্ত্রির সহকারী।
নিহত সুরাইয়ার মা কুলসুম বেগম সাংবাদিকদের জানান, এক বছর আগে তার মেয়ের বিয়ে হয়। মেয়েদের পারিবারিক কলহ ছিল। রোববার ইফতারের ১০ মিনিট আগেও মেয়ের সাথে তার মোবাইল ফোনে কথা হয়। তখন জামাই আসলে কথা বলিয়ে দেবে বলে কথা শেষ করে ফোন রেখে দেয় মেয়ে। এরপর প্রতিবেশিদের কাছে সংবাদ পেয়ে তারা রাত সাড়ে তিনটার দিকে পৌঁছান। তিনি কাঁদতে কাঁদতে বলেন যখন আমার মাকে (মেয়ে সুরাইয়া) আঘাত করেছে তখন মা (মেয়ে) আমার কাছে ফোন করেছিল। আমি রিসিভও করেছিলাম। কিন্ত হ্যালো হ্যালো করেও কোন সাড়া পাইনি। তখনও মনে হয়নি আমার কলিজার টুকরাকে এভাবে হত্যা করা হচ্ছে। আমি এ ঘটনার সুষ্ঠ বিচার চাই।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ জানান, সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, ইমরান তাকে হত্যার পর ঘরের বাইরে বেরিয়ে এসে স্ত্রী আত্মহত্যা করেছে বলে চিৎকার করে লোক ডাকতে থাকে। ঘরে গিয়ে সুরাইয়ার মৃতদেহ দেখ স্থানীয়দের সন্দেহ হলে তারা থানায় সংবাদ দেয়। পুলিশ লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বালিশ চাপা দিয়ে শ^াসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্বামী জুয়েল রানা ইমরান এবং তার মা বিলকিস বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।