Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ থেকে দুই সপ্তাহ ভারতের সীমান্ত সিল

অব্যাহত থাকবে পণ্য পরিবহন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

ভারতে করোনাভাইরাস সংক্রমণের যে দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। তার পেছনে কোভিড-১৯-এর নতুন ধরন ‘ডাবল মিউট্যান্ট’ কাজ করছে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। যে কারণে ভারত ইতোমধ্যে ব্রাজিলকে ছাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের দেশে পরিণত হয়েছে। একারণে ভারতের সঙ্গে আজ সোমবার থেকে স্থলপথে চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার। এ ঘোষণা ১৪ দিনের জন্য বলবৎ থাকবে। এর আগে থেকেই দেশটির সঙ্গে আকাশপথে চলাচল বন্ধ হয়েছে। ভারতে করোনাভাইরাস পরিস্থিতি বড় ধরনের অবনতি হওয়ায় বাংলাদেশ সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তবে দুই দেশের মধ্যে পণ্য বাণিজ্য অব্যাহত থাকবে। এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ার পর গত ১৪ এপ্রিল থেকেই ভারতের সঙ্গে আকাশপথে যাত্রী চলাচল বন্ধ রয়েছে।

গতকাল রোববার পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, তাই আমরা চাইছি, স্থলবন্দর ও সীমান্ত থেকে মানুষের যাতায়াত দুই সপ্তাহ বন্ধ রাখার। এই সময়ে মানুষের যাতায়াত বন্ধ থাকলেও পণ্যবাহী যানবাহন চলবে। ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত হয়েছে। এই ১৪ দিন মানুষের যাতায়াত বন্ধ থাকলেও পণ্যবাহী যানবাহন চলবে।

ভারতে গত ৩ দিনে প্রায় ১০ লাখ মানুষের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। গত শনিবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৮৮৬ জনের। এই সময়ে এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৬২৪ জন। ভারতের রাজধানী দিল্লির হাসপাতালগুলোতে কোভিড রোগীদের অক্সিজেন সরবরাহে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে মার্চের শেষে এসে বাংলাদেশেও করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ে।

রোববার মন্ত্রিপরিষদ বিভাগের একটি সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে ইনকিলাবকে জানিয়েছেন কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, এখনি তো ভারত-বাংলাদেশের মধ্যে চলাচল প্রায় বন্ধ রয়েছে। তবে ভারতে করোনাভাইরাসে সংক্রমণ খুব বেশি বেড়ে যাওয়ায় দুই দেশের মধ্যে যাতায়াত কড়াকড়িভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আজ সোমবার থেকে ১৪ দিনের জন্য এই কড়াকড়ি থাকবে। তবে পণ্যবাহী যানবাহন চলাচল করতে পারবে। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। ভারতের সাথে বাংলাদেশের ৪ হাজার কিলোমিটারেরও বেশি সীমান্ত রয়েছে। বাংলাদেশ ও বৈশ্বিক তথ্য-উপাত্ত মূল্যায়ন করে একদল বিশ্লেষক বলেছেন, করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট বা ধরন বাংলাদেশে প্রবেশ করলে পরিস্থিতির অবনতির আশঙ্কা আছে।

করোনাভাইরাস সম্পর্কিত বাংলাদেশ ও বৈশ্বিক তথ্যউপাত্ত, জাতীয় ও আন্তর্জাতিক নানা পদক্ষেপ, ভাইরাসের বিস্তারের ধরন- এমন নানা কিছু বিশ্লেষণ করে বিশ্লেষকদের দলটি যে সম্ভাব্য চিত্র তৈরি করেছে তাতে একথা বলা হয়। বাংলাদেশের বিশাল সীমান্ত ভারতের সাথে। তাই আনুষ্ঠানিক যোগাযোগ যতই বন্ধ থাকুক তাতে সেখানকার ভাইরাস আসবে না এই নিশ্চয়তা নেই বলে জানিয়েছেন বিশ্লেষক দলটির প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের শিক্ষক ড. শাফিউন নাহিন শিমুল।

তিনি বলছেন, ভারতে এর ব্যাপকভাবে বিস্তার হচ্ছে এবং সেখানে ভাইরাসের ডাবল ভ্যারিয়েন্টের কথা বলা হচ্ছে। ভারতে শনাক্ত করোনাভাইরাসের একটি ভ্যারিয়েন্ট বা ধরন এখন সারা বিশ্বের বিজ্ঞানীরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন। তবে এটা এখনও জানা যায়নি যে কোভিডের এই ভ্যারিয়েন্টটি আসলে কতটা ছড়িয়ে পড়েছে এবং ভারতে এখন সংক্রমণের যে ভয়াবহ ‘দ্বিতীয় ঢেউ’ চলছে তার জন্য নতুন শনাক্ত এই করোনাভাইরাসটি কতটা দায়ী। ভারতে গত কয়েক দিনে মহামারি পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ায় এবং সেখানে শনাক্ত করোনার নতুন স্ট্রেইন প্রবেশ ও ছড়িয়ে পড়া রোধ করতে প্রতিবেশী দেশটির সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধের অনুরোধ ছিল বাংলাদেশী বিশেষজ্ঞরা।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে সামস বলেন, তবে সীমান্ত দিয়ে বাণিজ্য ব্যবস্থা বলবৎ থাকবে। এছাড়া যেসব বাংলাদেশির ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কোভিড টেস্ট ও কলকাতা মিশনের ছাড়পত্র সাপেক্ষে বাংলাদেশে প্রবেশের সুযোগ থাকবে। তিনি বলেন, ওইসব বাংলাদেশির দেশে প্রবেশের পর বাধ্যতামূলক ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

গত শনিবার পর্যন্ত অনেক ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছেন। এমনকি গতকাল শুধু বেনাপোল সীমান্ত দিয়ে ৫৪০ জন ভারতীয় প্রবেশ করেছেন এবং অন্যান্য সীমান্ত দিয়েও ৩০ থেকে ৪০ জন করে প্রবেশ করেছেন। এ বিষয়ে জানতে চাইলে এক কর্মকর্তা বলেন, যারা এই সিদ্ধান্তের আগে ঢুকেছেন, তাদের ক্ষেত্রে এই নিয়ম বলবৎ হবে না। গত ১৪ এপ্রিল বাংলাদেশে লকডাউন চালু হওয়ার দিন থেকে ভারতীয় দূতাবাস ভিসা কার্যক্রম বন্ধ রাখলেও বাংলাদেশ ভারতীয়দের জন্য ভিসা দিচ্ছে।

ভারতের সাথে সব সীমান্ত বন্ধে
চট্টগ্রামে জনমনে স্বস্তি
চট্টগ্রাম ব্যুরো জানায়, ভারতে ভয়াবহ করোনা সংক্রমণের প্রেক্ষিতে সে দেশের সাথে বাংলাদেশের সব সীমান্ত বন্ধ করে দেয়ায় চট্টগ্রামে জনমনে স্বস্তি বিরাজ করছে। ভারতের বিভিন্ন রাজ্যে ভয়াবহ হারে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে লাফিয়ে।

বন্দরনগরীসহ বৃহত্তর চট্টগ্রামে অসংখ্য মানুষ বেনাপোল, আখাউড়াসহ বিভিন্ন স্থল সীমান্ত ও আকাশপথে চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ নানা কারণে ভারতে আসা-যাওয়া করে। ব্যাপকহারে মানুষের আসা-যাওয়ার ফলে ভারতে ভয়াবহ রূপ নেয়া করোনার ঢেউ এবং ডবল মিউট্যান্ট করোনা এ অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা ছিল জনমনে।

তবে সরকার জরুরি ভিত্তিতে ভারতের সব সীমান্ত বন্ধ করে দেয়ায় মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। গতকাল দৈনিক ইনকিলাবে প্রকাশিত ‘ভারতের সীমান্ত বন্ধের তাগিদ’ এবং ‘ভারতীয় ভ্যারিয়েন্ট প্রবেশে পরিস্থিতি হবে ভয়াবহ’ এ দুটি সংবাদ সচেতন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। দেশের স্বার্থে সময়োচিত এবং সাহসী রিপোর্টের জন্য পাঠকরা অকুণ্ঠচিত্তে ইনকিলাবকে অভিনন্দন জানান।



 

Show all comments
  • Soʜʌʛ Hossʌɩŋ ২৬ এপ্রিল, ২০২১, ১২:৫৬ এএম says : 0
    সময় উপযোগী পদক্ষেপ। কিন্তু দেশের মধ্যে যাতে করোনার প্রকোপ দমিয়ে রাখা যায়, সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়া দরকার । প্রয়োজনে কারফিউ।
    Total Reply(0) Reply
  • M Shahadat Hossain Shahed ২৬ এপ্রিল, ২০২১, ১২:৫৬ এএম says : 0
    ধন্যবাদ, কথার সাথে মিল থাকা জরুরি।
    Total Reply(0) Reply
  • Mohammad Shahidul Islam Shahid ২৬ এপ্রিল, ২০২১, ১২:৫৬ এএম says : 0
    সাধুবাদ জানাই। সীমান্ত বন্ধ করার পাশাপাশি যারা বাংলাদেশে ফিরে আসবে তাদের অবশ্যই বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখতে হবে।
    Total Reply(0) Reply
  • Salekul Islam Chowdhury ২৬ এপ্রিল, ২০২১, ১২:৫৬ এএম says : 0
    অন্তরের অন্তঃস্থল থেকে প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন জানাই। সময়োপযোগী সাহসী সিদ্ধান্ত। ধন্যবাদ
    Total Reply(0) Reply
  • Imran Mahmud Emon ২৬ এপ্রিল, ২০২১, ১২:৫৬ এএম says : 0
    যাক, শেষ পর্যন্ত উপর মহল থেকে একটা ভালো সিদ্ধান্ত এলো।
    Total Reply(0) Reply
  • Nagib Mahfuzur Rahman Dipto ২৬ এপ্রিল, ২০২১, ১২:৫৬ এএম says : 0
    খুবই ভালো এবং সময়োপযোগী সিদ্ধান্ত, এর সাথে চোরাকারবারিও বন্ধ করতে হবে।
    Total Reply(0) Reply
  • Shiblu Ahmed ২৬ এপ্রিল, ২০২১, ১২:৫৭ এএম says : 0
    সময়োপযোগী পদক্ষেপ। সাধুবাদ জানাই সরকার কে।।
    Total Reply(0) Reply
  • MD Shawon ২৬ এপ্রিল, ২০২১, ১২:৫৭ এএম says : 0
    পণ্যবাহী যানবাহনগুলোতো আর একা একা আসবেনা, কেউ ড্রাইভ করে নিয়ে আসবে। কাজেই তাদের বিষয়টাও মাথায় রাখতে হবে।
    Total Reply(0) Reply
  • Md. Abu Hanif Sajib ২৬ এপ্রিল, ২০২১, ১২:৫৭ এএম says : 0
    Finally Govt. took the right decision
    Total Reply(0) Reply
  • Nayan ২৬ এপ্রিল, ২০২১, ১২:৫৭ এএম says : 0
    সমস্যা হল বর্ডার দিয়ে যত মানুষ যায় তারথেকে বেসি যায় ব্লাকে,ওটা ঠেকাতে না পারলে চরম মূল্য দিতে হবে বলে মনে হচ্ছে।
    Total Reply(0) Reply
  • Mehedi Hassan ২৬ এপ্রিল, ২০২১, ১২:৫৮ এএম says : 0
    মুন্সিয়ানা সিদ্ধান্ত। তবে দুইটা সপ্তাহ আগে হলে যুগান্তকারী হতো।
    Total Reply(0) Reply
  • Mohammad Abul Mamun ২৬ এপ্রিল, ২০২১, ১২:৫৮ এএম says : 0
    ভারতীয় ভ্যাক্সিনেই বাংলাদেশে করোনা বেড়ে গেল। ঐ ভ্যাক্সিনে বাংলাদেশের মানুষের কোন লাভ হয়েছে এমন কোন প্রমান মিলেনি।
    Total Reply(0) Reply
  • Zahid Hasan Mamun ২৬ এপ্রিল, ২০২১, ১২:৫৮ এএম says : 0
    ইতোমধ্যে ভারত থেকে বাংলাদেশে আসা লোকদেরও স্বাস্থ্য পরীক্ষা করা এবং নজরদারি বৃদ্ধি জরুরি।
    Total Reply(0) Reply
  • Arif Rahman ২৬ এপ্রিল, ২০২১, ১২:৫৯ এএম says : 0
    আরো আগেই বন্ধ করা উচিৎ ছিলো।যাই হোক,সরকারকে ধন্যবাদ।
    Total Reply(0) Reply
  • তাপস বড়ুয়া ২৬ এপ্রিল, ২০২১, ১২:৫৯ এএম says : 0
    দেরি হয়ে গেলো। গতকালের খবরে শুনলাম ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট জাপানে পৌঁছে গেছে, বাংলাদেশে যায় নাই!
    Total Reply(0) Reply
  • Subir Nandi ২৬ এপ্রিল, ২০২১, ১২:৫৯ এএম says : 0
    কঠোর মনিটরিং না করলে সীমান্ত বন্ধে লাভ হবে কি? ব্রাকের নতুন এন্টিজেন টেস্টিং বুথ সীমান্তে স্থাপন করে কোন পন্যবাহী ট্রাকের সাথে যুক্ত ব্যাক্তিদের টেস্ট করে ঢুকার পারমিশন না দিলে যেই লাউ সেই কদু।
    Total Reply(0) Reply
  • মোঃ+দুলাল+মিয়া ২৬ এপ্রিল, ২০২১, ৪:০৯ এএম says : 0
    ভাই আপনারা মনে কিছু নিবেন না বেয়াডারে সায় সামান্য কিছু চলে আপনারা এই মুহূর্তে এই রাস্তায় যাবেন না অন্যথায় আপনাদের ছেলে সন্তানের সমস্যা হবে জনগণের সমস্যা।
    Total Reply(0) Reply
  • fastboy ২৬ এপ্রিল, ২০২১, ২:৫৪ পিএম says : 0
    যাক, শেষ পর্যন্ত উপর মহল থেকে একটা ভালো সিদ্ধান্ত এলোকথার সাথে মিল থাকা জরুরি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ