Inqilab Logo

সোমবার ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১, ০৯ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘টিকা পাওয়া নিয়ে মানুষের মধ্যে অনিশ্চয়তা রয়েছে’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

ভারত করোনার টিকা বাংলাদেশকেদিতে গড়িমসি করায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, করোনার টিকা পাওয়ার ব্যাপারে মানুষের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। টিকা জনগণের নাগরিক অধিকার। সারাদেশের টিকা পাওয়ার যোগ্য সব জনগোষ্ঠীকে টিকা দেওয়া সরকারের দায়িত্ব। গতকাল রোববার এক বিবৃতিতে তিনি একথা বলেন।
জি এম কাদের বলেন, দেশের নাগরিকদের মধ্যে যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন তারা সময়মতো দ্বিতীয় ডোজ পাবেন কিনা তা নিয়ে শঙ্কিত। গেলো ফেব্রুয়ারি থেকে চুক্তি অনুযায়ী ভারত থেকে টিকা না আসায় হতাশা সৃষ্টি হয়েছে সবার মধ্যে। দেশের মানুষ জানতে চায় টিকার ব্যাপারে সরকার কী উদ্যোগ নিয়েছে?
জাপা চেয়ারম্যান বলেন, নির্দিষ্ট সময় অনুযায়ী মানুষের জন্য টিকা নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি আরো বলেন, গেলো বছর জাতীয় পার্টির পক্ষ থেকে টিকা সংগ্রহের ব্যাপারে ভারতের বাইরে বিকল্প উৎসের সঙ্গে যোগাযোগ রাখতে পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে, এ ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। যে কারণে বর্তমানে দেশ কঠিন সঙ্কটের মুখোমুখি। জি এম কাদের আশা প্রকাশ করেন, সরকার জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় টিকা পাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ