Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামীকাল থেকে বন্ধ করোনার প্রথম ডোজের টিকাদান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২১, ৪:১৪ পিএম

করোনাভাইরাসের প্রথম ডোজের টিকাদান কর্মসূচি আগামীকাল সোমবার থেকে বন্ধ ঘোষণা করেছে সরকার। ভ্যাকসিন স্বল্পতার কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর (এমএনসিএন্ডএইচ) ও সদস্য সচিক কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হুদা স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের নির্দেশে দেশের সকল সিভিল সার্জন, প্রধান স্বাস্থ্য কর্মকর্থা (সকল সিটি করপোরেশন) এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে এই নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়, ২৬ এপ্রিল হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের ১ম ডোজ টিকা প্রদান সাময়িকভাবে বন্ধ থাকবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ