বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের ২৮জন নেতাকর্মি কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শরিবার রাতে একই অভিযোগে উল্লেখ করে এক ফরমেটে আ.লীগের নেতাকর্মিরা এই সব জিডি করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি,শনিবার রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, পুলিশ জিডি গ্রহণ করেছে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগ নেতা সেতুমন্ত্রীর ভাগনে ফখরুল ইসলাম রাহাত জানান, গত (২০ এপ্রিল) ফেসবুক লাইভে এসে কাদের মির্জা কোম্পানীগঞ্জে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য দিতে গিয়ে কোম্পানীগঞ্জে রক্তের হোলি খেলার হুমকি দিয়ে বলেছেন হত্যার বদলে হত্যা। তার এ বক্তব্যে উপজেলা আ.লীগের নেতাকর্মিরা ভয়ে জীবনের নিরাপত্তায় এসবি জডি করেন। তিনি আরো জানান, শনিবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল, উপজেলা আ.লীগের মুখপাত্র মাহবুবু ররশীদ মঞ্জু, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাসিবু লহাসান আলালসহ ২৮ জন নেতাকর্মি এই সব জিডি করেন। তিনি আরো জানান, এ ছাড়াও অনেক নেতাকমির্ জিডি করার প্রস্তুতি নিচ্ছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।