Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে কন্যা শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২১, ১১:১৪ এএম

নগরীর বাকলিয়া থানাধীন পুরাতন চারতলা এলাকায় আয়েশা আক্তার নামে ১২ বছরের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে মুনাফ কলোনির একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। আয়েশা আক্তার কক্সবাজারের উখিয়া থানার রাজাপালং উত্তরের বিলের শামসুল আলমের মেয়ে।
শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন মো.মনির নামে এক প্রতিবেশী।

তিনি জানান, আয়েশার পিতা রিকশাচালক ও মা গার্মেন্ট শ্রমিক। গত কয়েকদিন ধরে শিশু আয়েশা মায়ের কাছে একটি মোবাইল ফোন কিনে দেওয়ার আবদার করেছিল।

কিন্তু মা সেটি কিনে দিতে পারেননি। শনিবার সন্ধ্যায় বাসায় যখন কেউ ছিল না, সেই সময়ে টিনের চালের অ্যাঙ্গেলের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস দেয়। পুলিশ জানায় লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ বলা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝুলন্ত লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ