Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের সীমান্ত বন্ধের তাগিদ

দিল্লি-মুম্বাইয়ের ডবল মিউট্যান্ট করোনা বাংলাদেশের জন্য বড় ঝুঁকি ভারতে সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সীমান্ত বন্ধ রাখার প্রস্তাব অধ্যাপক ড

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ভারতকে বিপর্যয়কর অবস্থায় ফেলে দিয়েছে। করোনার প্রথম ঢেউ পাশ্চিমা দেশগুলোতে আছড়ে পড়লেও দ্বিতীয় ঢেউ (ডবল মিউট্যান্ট) আছড়ে পড়ছে দক্ষিণ এশিয়ার দেশ ভারতে। এর মধ্যে ভারতের ১০টি রাজ্য ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে। করোনা মৃত্যু আর লাশ দাহ নিয়ে ব্যস্ত সময় পার করছে মানুষ। এরই মধ্যেই দেশটি বিশ্বের করোনাভাইরাস আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে উঠে এসেছে। করোনার সংক্রমণ ঠেকাতে দেশটির অনেক রাজ্যের বড় বড় শহরে রাতে কার্ফু জারি করা হয়েছে। দেশটিতে এর মধ্যেই ১ কোটি ৬ লাখ ১৭ হাজার ৯৫৮ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৫৯৯ জন।

ভারতের মিডিয়াগুলোতে খবর বের হয়েছে, রাজধানী দিল্লিতে করোনায় মৃতদের দাহ করতে লাশ নিয়ে দিনের পর দিন অপেক্ষা করছে স্বজনরা। প্রতিদিন দেশটিকে করোনা আক্রান্ত ও মৃতের পারদ ওপরে উঠছে। এ অবস্থায় দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এমনকি সরকার গঠিত করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত কিছুদিনের জন্য বন্ধ করে দেয়ার তাগিদ দিয়েছে। তাদের বক্তব্য ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের পারদ ঊর্ধ্বমুখি। অথচ দুই দেশের মানুষ সীমান্ত দিয়ে যাতায়াত করছেন। এ অবস্থায় বাংলাদেশে ভাইরাসটির সংক্রমণ ছড়িয়ে পড়া অসম্ভব নয়। কারণ সীমান্ত খোলা রাখায় প্রতিদিন ভারত থেকে মানুষ সীমান্ত পাড় হয়ে বাংলাদেশে আসবেই। আবার বাংলাদেশ থেকেও মানুষ ভারতে যাবেন। ফলে পশ্চিমা দেশগুলো যেমন করোনার কারণে একে অন্য দেশের সীমান্ত বন্ধ করে দিয়েছিল; বাংলাদেশের উচিত তেমনিভাবে সীমান্ত বন্ধ করে দেয়া। সীমান্তে বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারাও একই ধরনের পরামর্শ দিয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের সূত্র জানায়, গত শুক্রবারও বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে ৬১০ জন বাংলাদেশে প্রবেশ করেছে। এ অবস্থায় করণীয় কি জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, করোনাভাইরাসের আর কোনো বিপর্যয় এড়াতে এখন ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ রাখার উচিত। এ বিষয়ে আমাদের মতামত আমরা যথাযথ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। যদিও সরকারের উপরের মহল থেকেই এই সিদ্ধান্ত আসবে।

ভারতে করোনা সংক্রমণ পরিস্থিতি খারাপ হওয়ায় এবং সেখানে শনাক্ত করোনার নতুন ধরনটি ছড়িয়ে পড়া রোধ করতে প্রতিবেশী এই দেশের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। গত মঙ্গলবার করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির এক সভাতেও ভারতে সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার প্রস্তাব গ্রহণ করা হয়। অতঃপর সে পরামর্শ সরকারের সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়।

ভারতের ডবল মিউট্যান্ট ছড়িয়ে পড়া অবস্থায় সরকারের করণীয় কি জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও জাতীয় পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, ভারতে সংক্রমণ পরিস্থিতি মারাত্মক হওয়ায় আমরা অবিলম্বে সরকারকে সীমান্ত বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছি। সীমান্ত যদি পুরোপুরি বন্ধ রাখা সম্ভব না হয়, তাহলে অবশ্যই ভারত থেকে আসা ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে।

জানা যায়, ভারতে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে বাংলাদেশের আগেই। নতুন এই করোনাভাইরাসের পেছনে করোনার নতুন ধরন ‘ডাবল মিউট্যান্ট’ কাজ করছে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। যে কারণে ভারত এরই মধ্যে ব্রাজিলকে ছাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ করোনা সংক্রমণের দেশে পরিণত হয়েছে। এখন ভারতের আগে রয়েছে একমাত্র যুক্তরাষ্ট্র। গতকাল শনিবারও ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন। এ সময়ে মারা গেছেন ২ হাজার ৬২৪ জন। এ অবস্থায় দিল্লি, মুম্বাইসহ কয়েকটি শহরে কার্ফু জারি করা হয়েছে। বাংলাদেশের পাশের রাজ্য পশ্চিমবঙ্গেও করোনাভাইরাস ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গে নির্বাচনী জনসভা বন্ধ করতে বাধ্য হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ এর নতুন ধরনটির নাম বি.১.৬১৭। যা শুরুতে দুটি মিউটেশনসহ শনাক্ত হয়। সেগুলো হচ্ছে- ই৪৮৪কিউ ও এল৪৫২আর। ২০২১ সালের শেষের দিকে ভারতের একজন বিজ্ঞানী নতুন এই ধরনটি শণাক্ত করেন। যা সম্প্রতি বিস্তারিত আকারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডবিøউএইচও) কাছে উপস্থাপন করা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের জন্য নতুন হুমকি করোনার ভারতীয় এ নতুন ভ্যারিয়েন্ট। তিনবার রূপ পাল্টাতে সক্ষম করোনাভাইরাসের এ নতুন ধরন বাতাসের মাধ্যমে মানুষের মাঝে ছড়াচ্ছে অতিদ্রুত। সেই সঙ্গে প্রথম করোনাভাইরাসের চেয়ে এটি তিন গুণ বেশি শক্তিশালীও। এ অবস্থায় নতুন এই করোনাকে রুখতে বাংলাদেশে এর সংক্রমণ রোধে আপাতত ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ করতে হবে। কারণ বাংলাদেশে প্রতিদিনই করোনা আক্রান্ত ও মৃত্যু রেকর্ড ছাড়াচ্ছে। সর্বাত্মক লকডাউনসহ নানা বিধিনিষেধে চলছে সংক্রমণের গতি নিয়ন্ত্রণের চেষ্টা। কিন্তু মানুষ স্বাস্থ্যবিধি ও লকডাউন কিছুই মানছেন না। এরই মধ্যে মার্কেট-শপিংমলসহ অনেক কিছু খুলে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। এমনকি ২৮ এপ্রিল গণপরিবহন খুলে দেয়ার ইংগিত দেয়া হয়েছে। এ ছাড়াও প্রতিদিন ভারতে যাচ্ছেন মানুষ বাংলাদেশ থেকে। আবার ভারত থেকেও মানুষ সীমান্তপাড় হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। অথচ ভারতের পশ্চিমবঙ্গে করোনা ভয়াবহ রূপ ধারণ করেছে। সেখানে করোনা মহামারিতে লাগাম ছাড়িয়ে গেছে। করোনার নতুন রূপ ট্রিপল মিউট্যান্ট বা তিনবার রূপ পরিবর্তনকারী ভাইরাসটি ভয়াবহ হয়ে উঠেছে, যা অতিদ্রুত ছড়াচ্ছে এবং তিনগুণ বেশি শক্তিশালী হচ্ছে। এতে রোগীর মৃত্যু দ্রুত হচ্ছে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। এ পরিস্থিতিতে বিশেষজ্ঞদের আশঙ্কা ভারতের করোনার নতুন রূপ বাংলাদেশের জন্যও চরম ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।

করোনাভাইরাস বিবর্তনমূলক জীববিজ্ঞানের অংশ হিসেবে সবসময় পরিবর্তিত হতে থাকে। কিছু মিউটেশন ভাইরাসকে দুর্বল করে দেয়। আবার কিছু মিউটেশন এটাকে শক্তিশালী করে তোলে। যা অপেক্ষাকৃত দ্রুত ছড়ায় ও সংক্রমণ বাড়ায়। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় গত মার্চের শেষের দিকে এই ‘ডাবল মিউট্যান্ট’র অস্তিত্বের বিষয়টি স্বীকার করে।

ভারতে করোনাভাইরাসের ডবল মিউন্ট্যান্ট শুরু হওয়ার পর গত ১৬ এপ্রিল ভারত সরকার তা স্বীকার করে। অতঃপর সরকারের এক বিবৃতিতে বলা হয়, ডাবল মিউটেশনের এই ধরনটি বেলজিয়াম, জার্মানি, আয়ারল্যান্ড, নামিবিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ আরো কয়েকটি দেশে পাওয়া গেছে। কিন্তু, এই ধরনটি দ্রুত হারে ছড়ানোর বিষয়টি এখনো প্রতিষ্ঠিত হয়নি।

ভারতের নতুন করোনার ডবল মিউট্যান্ট যদি বাংলাদেশে পাওয়া যায়, তাহলে উপায় কি জানতে চাইলে সরকারের রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা অধ্যাপক ডা. মুশতাক হোসেন বলেন, ভারতে যেভাবে সংক্রমণ বাড়ছে, তাতে এটা অসম্ভব নয়। কারণ প্রতিদিন প্রচুর মানুষ ভারত থেকে স্বাভাবিকভাবেই সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসছে। স¤প্রতি সংক্রমণের ঊর্ধ্বগতির পেছনে করোনাভাইরাসের কোন ধরনটি আছে, তা দেখার জন্য বাংলাদেশের এখন জিনোম সিকোয়েন্সিংয়ের ওপর জোর দেওয়া উচিত। করোনা সংক্রান্ত পরামর্শক কমিটির সদস্য স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান বাংলাদেশে করোনাভাইরাসের নতুন ধরনের প্রবেশ ঠেকাতে সরকারের কঠোর উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন। তিনি বলেন, গত মঙ্গলবার পরামর্শক কমিটির সভায় আর কোন কোন জায়গা থেকে টিকা পাওয়া যেতে পারে, সে বিষয়েও আলোচনা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের রোগনিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক অধ্যাপক ড. বে-নজীর আহমেদ বলেন, ভারতের এই নতুন করোনা বাংলাদেশের জন্য বড় ঝুঁকি হতে যাচ্ছে দুইভাবে। একটা হলো ভারতে যে অসংখ্য সংক্রমণ হচ্ছে- সেখান থেকে এ সংক্রমণ আমাদের দেশে আসতে পারে। যেহেতু ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ অনেক বেশি। লাখ লাখ মানুষ যায় ভারতে। এটা হচ্ছে বড় ঝুঁকি। এটা ঠেকাতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে বাংলাদেশকে। এ ক্ষেত্রে ভারতের সঙ্গে সীমান্ত আপাতত বন্ধ করে দেয়া উচিত। কারণ বাংলাদেশে যে নিজেদের সমস্যা আছে করোনার, তার ওপর ভারত থেকে এসে সমস্যাটা যেন বেশি গভীর না করে। সে ব্যাপারে আমাদের খুব মনযোগ দেয়া উচিত। ভারত থেকে আসলে তাকে দুই ডোজ টিকার সার্টিফিকেট দেখানো উচিত। বাংলাদেশ থেকে কেউ যদি ভারতে যায় জরুরি প্রয়োজনে, সে ক্ষেত্রে তাকেও ডাবল ডোজ টিকার সার্টিফিকেট নিয়ে যাওয়ার পরামর্শ তার।

গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশের স্থল সীমান্ত বন্দরগুলো বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, ভারতের পশ্চিম বাংলায় করোনা সংক্রমণ সবচেয়ে বেশি হয়েছে। সে জন্য আমরা মনে করি যে, ভারতের সঙ্গে স্থলপথের যে সীমান্ত আছে, এই সীমান্তগুলো একেবারেই বন্ধ করা দরকার।



 

Show all comments
  • Abdullah ২৫ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম says : 0
    Close all the borders and entry points between India and Bangladesh immediately. Also ban airline and water transportation for one full month
    Total Reply(0) Reply
  • Alauddin Islam ২৫ এপ্রিল, ২০২১, ১২:৪০ এএম says : 0
    ভারতে করোনাভাইরাস ভয়াবহ দয়া করে সরকার কে বলবো এখনি সিমান্ত ওপ করা
    Total Reply(0) Reply
  • Abdul Hamid ২৫ এপ্রিল, ২০২১, ১২:৪০ এএম says : 0
    ভারতের সাথে সীমান্ত বন্ধ না হলে বাংলাদেশের জন্য বড় ধরনের দৃযোগ অপেক্ষা করতে আছে
    Total Reply(0) Reply
  • Kaushar Khan ২৫ এপ্রিল, ২০২১, ১২:৪০ এএম says : 0
    এটা এখন সময়ের দাবী।
    Total Reply(0) Reply
  • Saiful Chowdhury ২৫ এপ্রিল, ২০২১, ১২:৪০ এএম says : 0
    সেটা করবেনা তার উল্টোটা হবে কেউ এ দাবি নিয়ে মাঠে নামলে তাকে গুলি করে মারা হবে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে ফেরন করা হবে।
    Total Reply(0) Reply
  • Abdullah Ashraf ২৫ এপ্রিল, ২০২১, ১২:৪১ এএম says : 0
    যৌক্তিক দাবি। অবিলম্বে সীমান্ত সিল করা হোক।
    Total Reply(0) Reply
  • Muhammad Bin Boktier ২৫ এপ্রিল, ২০২১, ১২:৪১ এএম says : 0
    ভারতের মিডিয়ায় মৃত্যুর যে চিত্র দিচ্ছে ।তা প্রকৃত চিত্র নয়। তার চারগুন বেশী মৃত্যু হচ্ছে ।তাই।এখনই বাংলাদেশর বর্ডার। সিল করতে হবে। নতুবা দেশের অবস্থা ভারতের চেয়ে খারাপ হবে। আর আমাদের চিকিৎসা ব্যাবস্থার বর্তমান অবস্থা সম্পর্কে। এখন নিশ্চয়ই সবাই জানেন। চিকিৎসায় আমরা সিংগাপুর বা লন্ডন হয় গেছি ।।এখন শুধু গাছের মাথায় ওঠা বাকী । সুতরাং ভারতের সাথে সব রকমের যোগাযোগ এখনই বন্ধ করতে হবে।
    Total Reply(0) Reply
  • Brown Stone ২৫ এপ্রিল, ২০২১, ১২:৪১ এএম says : 0
    প্লিজ ভারতের সাথে বর্ডার বন্ধ করেন ।। ভারতের যে করোনা আছে এটা খুবই পাওয়ার ফুল এটা বাংলাদেশে আসলে অবস্থা খারাপ হয়ে যাবে ।।। ভারতের প্রচুর তরুন যুবক মারা যাচ্ছে এমনকি ভ্যাকসিন ও কাজ করছে না ।।
    Total Reply(0) Reply
  • Ashraf Hossain ২৫ এপ্রিল, ২০২১, ১২:৪২ এএম says : 0
    সকল প্রকার যোগাযোগ বন্ধ করা হোক। না হলে সামনে কঠিন সময় আসবে
    Total Reply(0) Reply
  • Kamal Pasha Jafree ২৫ এপ্রিল, ২০২১, ১২:৪২ এএম says : 0
    করোনা মহামারী প্রাদুর্ভাব ঠেকাতে এখন বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে আসা যাওয়া বন্ধ করা উচিৎ।।
    Total Reply(0) Reply
  • Baadshah Humaun ২৫ এপ্রিল, ২০২১, ১২:৪২ এএম says : 0
    ভারতীয় ভ্যারিয়েন্ট তো চলেই এসেছে বাংলাদেশে। প্রতিদিনই বেনাপোল এ ধরা পড়ছে রোগী। এছাড়া চাঁপাই- নবাবগঞ্জে আজকে ভারত ফেরত ২ জনের পজিটিভ রিপোর্ট এসেছে, যারা গত কয়েকদিন অবাধে মানুষের সাথে মিশেছে,।
    Total Reply(0) Reply
  • Obaid Ullah ২৫ এপ্রিল, ২০২১, ১২:৪২ এএম says : 0
    এবার কোন ধরনের ভুল করা উচিত না বাহিরের দেশর মানুষের প্রবেশের জন্য নিসেধ্যাগ্যা থাকা দরকার। কোন ভাবেই জেন বহীরা গতরা প্রবেশ করতে না পারে
    Total Reply(0) Reply
  • Md Mofazzal Khan ২৫ এপ্রিল, ২০২১, ১২:৪৩ এএম says : 0
    যদি বাংলাদেশের জনগণকে বাঁচাতে চান তাহলে এখনি কার্যকর করুন।
    Total Reply(0) Reply
  • Jomadder Mizan ২৫ এপ্রিল, ২০২১, ১২:৪৩ এএম says : 0
    যত তাড়াড়াড়ি সম্ভব বন্ধ করা দরকার, দেরী করলে মাশুল দিতে হবে।
    Total Reply(0) Reply
  • Zahir Chowdhury Ranak ২৫ এপ্রিল, ২০২১, ১২:৪৭ এএম says : 0
    ভারত সীমান্ত কাঁটাতারের বেড়া দিয়ে স্থায়ীভাবে বন্ধ করে দেয়ার দাবি জানাচ্ছি।
    Total Reply(1) Reply
    • প্রবাসী-একজন ২৫ এপ্রিল, ২০২১, ৪:০৮ এএম says : 0
      মোদিবাবুকে এনে ডজনের বেশি লাশ ফেলা হলো; করোনার ভারতীয় সংস্করণ নিয়ে এতো চিন্তা কিসের? নাহয় লাশের সংখ্যা কিছুটা বাড়বে। বন্ধুত্বের জন্য এটাও কি মেনে নেয়া যাবে না? হা: হা: হা:....
  • Abu Naser Helal Uddin ২৫ এপ্রিল, ২০২১, ১২:৪৭ এএম says : 0
    পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত ভারত ভ্রমণে রাষ্ট্রিয় ভাবে নিষেধাজ্ঞা প্রদানকরা আবশ্যক। অবশ্য ভারতের নামের মধ্যেই তো অনেকের অনেক ধরনের বাতিক আছে বলেই কথা বলতে একটু ইতস্ততঃ বোধ হচ্ছিল! ভারত বাংলাদেশের শুধুই স্বার্থপর প্রতিবেশী ছাড়া কিছুই নয়।
    Total Reply(0) Reply
  • Neamul Islam Naim ২৫ এপ্রিল, ২০২১, ১২:৪৭ এএম says : 0
    ভারতের অবস্থা মহাযুদ্ধের চেয়েও করুন! অক্সিজেন সংকটে পুরো দিল্লি! মৃত্যুপূরীতে পরিনত হয়েছে গোটা জাতি
    Total Reply(0) Reply
  • Nasrullah Sheikh ২৫ এপ্রিল, ২০২১, ১২:৪৭ এএম says : 0
    না স্যার, ভারতীয় বন্ধুরা রাগ করতে পারে। সীমান্ত খোলা থাকুক, ওখান থেকেও করোনা আসুক। তাছাড়া করোনা আর কত দিন? কিন্তু বন্ধুত্ব চিরস্থায়ী।
    Total Reply(0) Reply
  • Nasrullah Sheikh ২৫ এপ্রিল, ২০২১, ১২:৪৭ এএম says : 0
    না স্যার, ভারতীয় বন্ধুরা রাগ করতে পারে। সীমান্ত খোলা থাকুক, ওখান থেকেও করোনা আসুক। তাছাড়া করোনা আর কত দিন? কিন্তু বন্ধুত্ব চিরস্থায়ী।
    Total Reply(0) Reply
  • saddam ২৫ এপ্রিল, ২০২১, ৩:৫০ এএম says : 0
    The government does not care about the people of the country.if they care they should close immediately
    Total Reply(0) Reply
  • গোলজার হোসেন ২৫ এপ্রিল, ২০২১, ১০:৩৯ এএম says : 0
    আপনারা এ ভাবে আলাদা হতে বলতে পারেন না।
    Total Reply(0) Reply
  • Shain Khan ২৫ এপ্রিল, ২০২১, ১২:৫৩ পিএম says : 0
    Shemanto bondo kora ucet a khone
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ