পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর মিরপুর-চিড়িয়াখানা অঞ্চলের ৩২টি পরিবহন কোম্পানির কর্মহীন দুই হাজার ৬০০ শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ও কোম্পানিগুলোর যৌথ অর্থায়নে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, তেল, পেঁয়াজ ও আলু।
কর্মসূচি প্রসঙ্গে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, সরকারি বিধিনিষেধের মধ্যে সব রুট মালিক সমিতি বা পরিবহন কোম্পানিগুলোকে কর্মহীন শ্রমিকদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। আমরা সবাই যদি এসব শ্রমিকের পাশে দাঁড়াই তাহলে কোনো শ্রমিক না খেয়ে থাকবে না। এর আগে গত রোববার মহাখালী বাস টার্মিনালে নিজ অর্থায়নে কর্মহীন এক হাজার ২০০ পরিবহন শ্রমিকের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। খাদ্যসামগ্রী বিতরণের সময় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর তপন, সহ প্রচার সম্পাদক মহারাজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।