বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় এক ট্রাক ড্রাইভার নিহত ও ৩৩ জন আহত হয়েছেন। নিহত ড্রাইভারের পরিচয় মেলেনি। রোববার বিকালে ঝিনাইদহ সদর উপজেলার খড়িখালী আমতলা ও সকালে শহরের মারকাজ মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় রোববার দুপুরে বিআরটিসি বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক ওসুপারভাইজারসহ অন্তত ৩০ যাত্রী আহত হন। আহতদের মধ্যে ২০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বাসের সুপার ভাইজার মাগুরার বেরইল গ্রামের লাবলু গাজীর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলেন, ঝিনাইদহের কামারকুন্ডু গ্রামের আবু তালেব, চাকলাপাড়ার বিষ্ণুপদ ঘোষ, ঠাকুরগাঁওয়ের আব্দুল জলিল, তার স্ত্রী এলিনা খাতুন, মেয়ে জয়িতা খাতুন, বাসের ড্রাইভার নাজমুল হোসেন, রংপুরের রাসেল, গাইবান্ধার শফিউর, বগুড়ার খোরশেদ আলী, সাতখ্ষিরার বাদশা মিয়া, নাটোরের নজরুল ইসলাম, কালীগঞ্জের চাচড়া গ্রামের শুকুর আলী, কুড়িগ্রামের সাইদুর রহমান, রবিউল ইসলাম ও রংপুরের তাসলিমা খাতুন। ঝিনাইদহ দমকল বাহিনীর ষ্টেশন মাষ্টার দিলিপ কুমার সরকার জানান, কুড়িগ্রামের উদ্দেশ্যে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি বাস ঝিনাইদহ শহরের মারকাজ মসজিদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটিতে আটকে যায়। খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের অধিকাংশের বাড়ী উত্তরবঙ্গে বলে পুলিশ জানায়। এদিকে রোববার বিকালে ঝিনাইদহ যশোর সড়কের খড়িখালী আমতলা নাম স্থানে একটি তরকারি বোঝাই ও বিপরীত দিক থেকে আসা গমবাহি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত ১ জন নিহত ও তিনজন আহত হন। নিহত ব্যক্তি তরকারি বোঝায় ট্রাকের ড্রাইভার। ঝিনাইদহ দমকল বাহিনীর স্টেশন অফিসার দিলিপ কুমার জানান, বিকাল পৌনে ৫টার দিকে আমরা ট্রাকের মধ্য থেকে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।