বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। তারা কার্যালয়ের সামনে থাকা তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। তান্ডবকারীদের সাথে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা ছিলো বলে ছাত্রদল নেতরা অভিযোগ করেছে।
সোমবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে পল্টন থানার সামনে থেকে একটি মিছিল নিয়ে এসে অতর্কিত এ হামলা চালায় দুর্বৃত্তরা। এতেছাত্রদলের সহ-সভাপতি রাকিবুল ইসলাম রয়েলের নেতৃত্ব দিয়েছে বলে জানা গেছে। এসময় অদূরে পুলিশকে নীরব ভূমিকায় থাকতে দেখা গেছে। ‘এলাকা প্রীতি, পদ-বাণিজ্য ও পকেট কমিটি মানি না মানবো না’ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নামে এক ব্যানার নিয়ে বিএনপির কেন্দ্রীয় অফিসের নিচতলায় দলের বিক্রয় কেন্দ্রের বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে তারা। তবে কার্যালয়ের কলাপসিবল গেট লাগিয়ে দেয়ায় তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে পারেনি। বিকেল ৪টা ১০ মিনিটের দিকে পদ বঞ্চিতরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছেড়ে চলে যায়। তবে যাওয়ার আগে তারা দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নিচে ছাত্রদলের অফিস ভাঙচুরের চেষ্টা করে। এর পাঁচ মিনিট পরে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে আসে। তবে তার আগেই আশেপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলে। উল্লেখ্য, প্রায় ১৫ মাস পর গত শনিবার রাতে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। পদ নিয়ে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।