রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে জান্নাতুল ফেরদাউস (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকালে উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর (উত্তর) ইউনিয়নের মোহাম্মদপুর সাহেব বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। জান্নাত ওই বাড়ির কাউছার আলমের এক মাত্র কন্যাসন্তান।
স্থানীয় বাসিন্দা মনির হোসেন জানান, জান্নাত সকালে তার মা সাদিয়ার কাজের ফাঁকে ঘর থেকে বেরিয়ে যায়। পরে তাকে খুঁজে পাওয়া যায়নি। এক পর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখেন লোকজন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শোয়েব আহমেদ চিশতী জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। বিষয়টি হাজীগঞ্জ থানায় জানিয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।