Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লোহাগড়ায় পুলিশের ওপর হামলায় আটক ৪

লোহাগড়া (নড়াইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

নড়াইলের লোহাগড়া থানার দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫/৩০ জনকে আসামি করে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে লোহাগড়া থানার এএসআই মিকাইল হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে দিঘলিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ওহিদুর রহমান সরদারকে। এ ঘটনায় পুলিশ কুমড়ি গ্রামের চারজনকে আটক করেছে। তারা হলো- আরিফ খান ওরফে ভুলু খান (৫৩), সোহানা (২৮), সেলিনা বেগম (৪২) ও জাহানারা বেগম (৫৫) আটক করেছে।

জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে কুমড়ি গ্রামে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে লোহাগড়া থানার এএসআই মীর আলমগীরকে কুপিয়ে ও পিটিয়ে তার কাছে থাকা একটি চাইনিজ পিস্তল ও আটটি গুলি ছিনিয়ে নিয়ে যায়। পরে বিকালে পার্শ্ববর্তী মাউলি গ্রামে একটি মসজিদের পার্শ্বে রাস্তার ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় ওই পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। আহত এএসআই মিকাইল হোসেন ও মীর আলমগীর লোহাগড়া হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ