রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নড়াইলের লোহাগড়া থানার দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫/৩০ জনকে আসামি করে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে লোহাগড়া থানার এএসআই মিকাইল হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে দিঘলিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ওহিদুর রহমান সরদারকে। এ ঘটনায় পুলিশ কুমড়ি গ্রামের চারজনকে আটক করেছে। তারা হলো- আরিফ খান ওরফে ভুলু খান (৫৩), সোহানা (২৮), সেলিনা বেগম (৪২) ও জাহানারা বেগম (৫৫) আটক করেছে।
জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে কুমড়ি গ্রামে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে লোহাগড়া থানার এএসআই মীর আলমগীরকে কুপিয়ে ও পিটিয়ে তার কাছে থাকা একটি চাইনিজ পিস্তল ও আটটি গুলি ছিনিয়ে নিয়ে যায়। পরে বিকালে পার্শ্ববর্তী মাউলি গ্রামে একটি মসজিদের পার্শ্বে রাস্তার ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় ওই পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। আহত এএসআই মিকাইল হোসেন ও মীর আলমগীর লোহাগড়া হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।