Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

পটিয়া আ.লীগে চলছে পরিবারতন্ত্র

কেন্দ্রীয় যুবলীগ নেতার অভিযোগ

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদি বলেছেন, পটিয়া উপজেলা আ.লীগে পরিবারতন্ত্র চলছে। জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর ভাই, বোন, ভাগিনা দল ও প্রশাসন চালাচ্ছে। তাদের কাছে জিম্মি প্রশাসনসহ পটিয়ার জনগণ।

হুইপ পরিবার বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত শিবির সমর্থিত লোকদের দলে ভিড়িয়ে আ.লীগকে কুলুষিত করছে। যার কারণে আ.লীগের দুঃসময়ের ত্যাগী নেতা কর্মীদের কোনো মূল্যায়ন ছিল না। হাইব্রিড দলকে কোণঠাসা করে রেখেছে। সাম্প্রতিক সময়ে এ পরিবারের ব্যাপারে বিভিন্ন পত্রিকায় লেখালেখি হচ্ছে। পটিয়ার মানুষ এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। গত শুক্রবার সন্ধ্যায় পটিয়ার কমলমুন্সি হাট যুব নিশান ক্লাবে খরনা-কচুয়াই আ.লীগের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
পটিয়া উপজেলা আ.লীগ নেতা মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগ নেতা কামাল হোসাইন, কচুয়াই ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি মল মুহাম্মদ কামরুল হাসান, কচুয়াই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুলাহ মজুমদার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ