Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরামপুরে নাশকতার মামলায় আটক ৬

বিরামপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

দিনাজপুরের বিরামপুর উপজেলায় নাশকতার মামলায় জামায়াতে ইসলামের ৬ জনকে আটক করা হয়। গতকাল শনিবার বিরামপুর থানার ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা হলেন- উপজেলা জামায়াতে ইসলামের আমীর ড. মুহাদ্দেস এনামুল হক (৪৩), হাফিজুল ইসলাম (৫৪), মজনুর রহমান (৪৮), মো. ইয়াকুব আলী (৪৭) মো. মোকছেদ আলী মন্ডল (৫০), মজিবর রহমান (৫৭)। পরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

ওসি মনিরুজ্জামান জানান, আটক জামায়াতের ৬ নেতার বিরুদ্ধে বিরামপুর থানায় মামলা ছিল। ঐ মামলায় তাদের আটক করা হয়। অন্যদিকে, থানা পুলিশ গত শুক্রবার রাতে বিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৮ আসামিকে গ্রেফতার করে। তার হলেন- মজনু (৪৫), সাইফ‚ল (৪০), আইয়ুব (৪৫), আব্দুল (৫০), সুজন (২৮), আতিয়ার রহমান (৪৮), রমজান আলী (৪৫) হুমায়ন (৩০)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ