Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ৩০ বাসযাত্রী

প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ শহরের মারকাজ মসিজদ এলাকায় রোববার দুপুরে বিআরটিসি বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক ওসুপারভাইজার সহ অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ২০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বাসের সুপার ভাইজার মাগুরার বেরইল গ্রামের লাবলু গাজীর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলেন, ঝিনাইদহের কামারকুন্ডু গ্রামের আবু তালেব, চাকলাপাড়ার বিষ্ণুপদ ঘোষ, ঠাকুরগাওয়ের আব্দুল জলিল, তার স্ত্রী এলিনা খাতুন, মেয়ে জয়িতা খাতুন, বাসের ড্রাইভার নাজমুল হোসেন, রংপুরের রাসেল, গাইবান্ধার শফিউর, বগুড়ার খোরশেদ আলী, সাতক্ষিরার বাদশা মিয়া, নাটোরের নজরুল ইসলাম, কালীগঞ্জের চাচড়া গ্রামের শুকুর আলী, কুড়িগ্রামের সাইদুর রহমান, রবিউল ইসলাম ও রংপুরের তাসলিমা খাতুন। ঝিনাইদহ দমকল বাহিনীর ষ্টেশন মাষ্টার দিলিপ কুমার সরকার জানান, কুড়িগ্রামের উদ্দেশ্যে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি বাস ঝিনাইদহ শহরের মারকাজ মসজিদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটিতে আটকে যায়। খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের অধিকাংশের বাড়ী উত্তরবঙ্গে বলে পুলিশ জানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ