বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইল সংবাদদাতা : ঈদ যাত্রার পথে টাঙ্গাইলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এর ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারের থানার ওসি মো. আফাবুর রহমান জানান, রোববার ভোর ৫টার দিকে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার হাতিয়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অন্তত ছয় জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আহতদের সবাইকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকায় তৈরি হয় যানজট। সকাল সাড়ে ৭টার দিকে রাস্তা থেকে দুর্ঘটনা কবলিত বাহন দুটি সরিয়ে নেওয়ার পর গাড়ি চলাচল শুরু হয়। টাঙ্গাইল জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক এশরাজুল হক জানান, গার্মেন্ট ছুটি হওয়ায় ঈদে ঘরমুখো মানুষের চাপ রোববার সকাল থেকে বেড়েছে। আর উত্তরবঙ্গ থেকে পশুবাহী ট্রাকও আগের তুলনায় বেশি আসছে। ফলে গোড়াই থেকে মির্জাপুরের পাকুল্লা পর্যন্ত সড়কে যানবাহন চলছে থেমে থেমে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।