পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কোভিড-১৯ পরবর্তী শারীরিক জটিলতায় মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা কমান্ডার মো. শাহাবউদ্দিন (৬৮) গতকাল শুক্রবার নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
বাদ জুমা নগরীর ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা মাঠে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মাওলানা মুহাম্মদ জুবায়ের। জানাযায় প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষের ঢল নামে।
জানাজা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নেতৃত্বে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) একটি চৌকষ দল বীর মুক্তিযোদ্ধা ও কমান্ডার সাহাবউদ্দিনকে রাষ্ট্রীয় সালাম গার্ড অব অনার প্রদান করেন। দ্বিতীয় নামাজে জানাযা শেষে তাকে মীরসরাই উপজেলার মলিয়াইশ এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সাহাবউদ্দিনের ইন্তেকালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল কমির চৌধুরীসহ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের নেতারা শোক প্রকাশ করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।