প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দেশের কোভিড পরিস্থিতি দিনকে দিন ভয়াবহ দিকে রূপ নিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রায় প্রতিদিনই দেখতে হচ্ছে শতাধিক মৃত্যু। উঠানামা করছে শনাক্তের হার। এমন চলতে থাকলে রোগীদের চিকিৎসা সেবা দেয়া সম্ভব হবে না বলে একাধিক সূত্র থেকে জানানো হয়েছে। সব দিক বিবেচনা করে অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা কড়া লকডাউন চাইলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে প্রয়োজনে কারফিউয়ের পক্ষে তিনি।
বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, লকডাউন আরো জোড়ালোভাবে কার্যকর করা উচিত। আমরা এখনও মহামারীর ভয়াবহতার মুখোমুখি হইনি, কিন্তু সেদিকেই যাচ্ছি। প্রয়োজনে সরকারের উচিত কারফিউ জারি করা। কারণ জীবন আগে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে সাধারণ মানুষের পাশাপাশি সংস্কৃতি ও বিনোদন জগতের মানুষেরাও আশঙ্কাজনকভাবে আক্রান্ত হচ্ছেন। গত কয়েক দিনের মধ্যে মারা গেছেন চিত্রনায়িকা কবরী, অভিনেতা মহসিন, কণ্ঠশিল্পী মিতা হকের মতো গুণী মানুষেরা। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন আলমগীর, ফরিদা পারভীন, চয়নিকা চৌধুরীসহ অনেকেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।