Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ঢাকামুখী মানুষের ভিড়

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২১, ২:১৭ পিএম

সব ধরণের অফিস আদালত ও দোকান শপিং মল খোলার খবরে এবার ঢাকা মুখি মানুষের ভিড় বাড়ছে বিভিন্ন রুটে।

এদিকে শুক্রবার (২৩ এপ্রিল) সকাল থেকেই শিবচরের বাংলাবাজার ঘাটে ঢাকাগামী যাত্রীদের যথেষ্ট ভিড় দেখা গেছে। জীবিকার তাগিদেই ফের ঢাকার পথে যাচ্ছে এই সব যাত্রী।

সরজমিনে শিবচরের বাংলাবাজার ঘাটে গিয়ে দেখা গেছে, ঘাটের চারটি ফেরিঘাটই সচল রয়েছে। তবে সকাল থেকে মাত্র ৫টি ছোট আকারের ফেরি চলছে। নৌরুটে পণ্যবাহী পরিবহনের তেমন ভিড় নেই। ফেরিতে গাড়ির চেয়ে সকাল থেকে যাত্রীদের ভিড়ই বেশি দেখা গেছে। যাত্রীদের প্রায় সকলেই লকডাউনের আগে বাড়ি ফিরেছিলেন। এখন আবার ঢাকা যাচ্ছেন।

গণপরিবহন বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে মাইক্রোবাস, থ্রি-হুইলারে করে ভেঙে ভেঙে ঢাকাগামী যাত্রীরা শিবচরের বাংলাবাজার ঘাটে আসছেন। এখান থেকে ফেরিতে পার হয়ে শিমুলিয়া ঘাটে যাচ্ছেন। তবে যাত্রীদের মধ্যে মাস্ক ব্যবহারের প্রবণতা কম দেখা গেছে। স্বাস্থ্যবিধি মানতেও রয়েছে উদাসীনতা।

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, ঘাটে পণ্যবাহী ট্রাক ও অন্যান্য ছোট গাড়ি তেমন নেই। পাঁচটি ফেরি চলাচল করছে। সকাল থেকে ফেরিতে ঢাকামুখী যাত্রীদের চাপ বেশি রয়েছে।

আবুল কাশেম নামের এক যাত্রী জানান, লকডাউনের আগে বাড়ি এসেছিলাম। এখন কোম্পানিতে থেকে ফোন দিয়েছে। তাই ঢাকা যাচ্ছি।

অপর যাত্রী মো. আকবর হোসেন জানান, ঢাকায় রঙের কাজ করি। কিছু টাকা পয়সা পাওয়া আছে। তা উঠাইতে হবে। আর ঈদের আগে কোন কাজ পাওয়া যায় কিনা দেখি।

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, ‘ঘাটে গাড়ির তেমন চাপ নেই। ফেরি চলাচল স্বাভাবিক আছে। তবে ঢাকাগামী যাত্রীদের ভিড় রয়েছে।’



 

Show all comments
  • Md. Arif Khan ২৩ এপ্রিল, ২০২১, ৪:৩৭ পিএম says : 0
    কি দরকার ছিলো এই গুলার ঢাকার বাইরে যাওয়ার? এইগুলারে যেন ঢাকায় ঢুকতে না দেওয়া হয়
    Total Reply(0) Reply
  • মনিরুল ইসলাম ২৩ এপ্রিল, ২০২১, ৪:৩৮ পিএম says : 0
    খেটে খাওয়া মানুষের কোনো দিকেই শান্তি নেই। জীবিকার তাগিদে ছুটতে হবেই।
    Total Reply(0) Reply
  • Md. Abdullah Al Fahad ২৩ এপ্রিল, ২০২১, ৪:৩৮ পিএম says : 0
    কঠোর লগ ডাউন, রিক্সা চালিয়েও খেতে পারবে না, বের হলেই মুভমেন্ট পাশ লাগবে। এদিকে মার্কেট খোলা রাখা যাবে।
    Total Reply(0) Reply
  • রুবি আক্তার ২৩ এপ্রিল, ২০২১, ৪:৩৮ পিএম says : 0
    দোকানপাট খুলে দিছে তো তাদের আসতে হবে না।
    Total Reply(0) Reply
  • তানিম আশরাফ ২৩ এপ্রিল, ২০২১, ৪:৩৯ পিএম says : 0
    এখন যত দ্রুত সম্ভব গণপরিবহনও খুলে দেয়া হোক। নাহলে দুর্ভোগ আরও বাড়বে।
    Total Reply(0) Reply
  • রফিকুল ইসলাম ২৩ এপ্রিল, ২০২১, ৪:৩৯ পিএম says : 0
    এই কয়দিনের জন্য বাড়ি যাওয়ারই বা কি দরকার ছিল।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ