Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত ১৭ স্কুলছাত্রী

প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জে গণ-মনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে ১৭ স্কুলছাত্রী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৯ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ অবস্থায় লিজা, পূজা, বিথি, অন্তি, খদিজা, জ্যোতি, সোমাইয়া, ডলি, রিমাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আক্রান্তরা সবাই সপ্তম শ্রেণির ছাত্রী। আজ সোমবার সকাল ১১ টার দিকে সদর উপজেলার বেদগ্রাম হাজী নাদের আলি ছাদের আলি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর স্কুল ছুটি দিয়ে দেয়া হয়েছে। স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী খাদিজা খানম তিথি ক্লাস চলাকালে মাথা ব্যথা, বমি বমি ভাবের কথা বলে অসুস্থ হয়ে পড়ে।
তার দেখাদেখি ক্লাসের আরো ১৭ ছাত্রী একই ধরনের উপসর্গ নিয়ে অসুস্থ হয়। তৎক্ষণাৎ স্কুলের শিক্ষকরা ছাত্রীদেরকে চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসিত কুমার মল্লিকের নেতৃত্বে একটি মেডিকেল টিম আক্রান্ত স্কুলে গিয়ে অন্য শিক্ষার্থীরা যাতে অসুস্থ হয়ে না পড়ে তার জন্য প্রাথমিক চিকিৎসা শুরু করেন।
স্কুলের প্রধান শিক্ষক খোন্দকার হাসিনা বলেন, প্রথমে খাদিজা নামের সপ্তম শ্রেণির মেয়েটি নানা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে এক এক করে আরো বেশ কয়েকজন অসুস্থ হয়। তাড়াতাড়ি ফায়ার সার্ভিসের এম্বুলেন্স ডেকে এদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নিয়ামূল হুদা জানান, তারা খবর পেয়ে স্কুলের অসুস্থ ছাত্রীদেরকে নিয়ে হাসপাতালে নিয়ে যান। গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসিত কুমার মল্লিক বলেন, এটি কোন মারাত্মক রোগ নয়। এটিকে তিনি মাস হিস্টিরিয়া রোগ উল্লেখ করে বলেন, বিশ্রাম নিলে এ রোগ ঠিক হয়ে যাবে।
সাধারণত এ বয়সের মেয়েরা মানসিকভাবে দুর্বল থাকে আর এ কারণে এমনটি হতে পারে। এ রোগ নিয়ে আতংকিত হবার কিছু নাই বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ