Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

করোনা আক্রান্ত আইনজীবীদের সরকারি খরচে চিকিৎসার দাবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২১, ১২:১১ এএম

কোভিড আক্রান্ত আইনজীবীদের অগ্রাধিকার ভিত্তিতে সরকারি খরচে চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রীর প্রতি আবেদন জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। গতকাল বৃহস্পতিবার এক লিখিত বক্তব্যে তিনি এ আবেদন জানান। তিনি বলেন, মানুষের ন্যায় বিচার নিশ্চিত করে আইনের শাসন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত ফ্রন্টলাইনার হলেন আইনজীবীরা। তাই সকল সরকারি হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে আইনজীবীদের জন্য এই ব্যবস্থা করা প্রয়োজন।

স্বাস্থ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে, বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবীরা দেশের মানুষের সাংবিধানিক অধিকার রক্ষায় ন্যায় বিচার নিশ্চিত করতে আইনের শাসন প্রতিষ্ঠার চালিকাশক্তি হিসেবে আইনী সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। আইনজীবীদের প্রধান কাজ দেশের মানুষের মানবাধিকার নিশ্চিত ও আইনি সুরক্ষা প্রদান করা। করোনার এই ভয়াল মাহামারিতেও আইনজীবীদের প্রতিদিন আদালতে এসে হাজার হাজার বিচারপ্রার্থী মানুষের সংস্পর্শে এসে বিচারিক কাজে অংশগ্রহণ করতে হয়। যার ফলে সারা দেশে পাঁচ শতাধিক আইনজীবী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এখনো শত শত আইনজীবী করোনা আক্রান্ত। আইনজীবীরা হলো দেশের মানুষের সাংবিধানিক অধিকার ও মানবাধিকার রক্ষার কার্যক্রমের ফ্রন্টলাইনার। অতএব আইনজীবীদের করোনার হাত থেকে সুরক্ষা প্রদান করা, জীবন রক্ষার ক্ষেত্রে চিকিৎসা সেবা প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু দুঃখের বিষয়, করোনা মহামারির টিকা প্রয়োগের ক্ষেত্রে আইনজীবীদের কোনো মুল্যায়ন করা হয়নি। কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে যে নীতিমালা ও শ্রেণী বিন্যাস সংক্রান্ত যে তালিকা প্রদান করা হয়েছে কোনো স্তুরে আইনজীবীদের শ্রেণীর উল্লেখ নেই। এটি সত্যিই লজ্জার। ‘অতএব জরুরি ভিওিতে অগ্রাধিকার তালিকায় বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবীদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের সুযোগ সৃষ্টিকল্পে সুনির্দিষ্ট নির্দেশনা জারির অনুরোধ জানাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা আক্রান্ত

৮ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ