Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবৈধভাবে দেশে ফেরার পথে বেনাপোলে আটক ৮

প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বেনাপোল অফিস : বেনাপোলে অবৈধ পথে ভারত থেকে ফেরার পথে ৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় ফেনসিডিল ও চা-পাতা জব্দ করা হয়। আজ সোমবার ভোর ৬টা থেকে ৮টা পর্যন্ত এসব পণ্য ও লোক আটক হয়।
অবৈধ পথে ভারত থেকে ফেরত আসা বাংলাদেশিরা হলো লিপিকা দাস (২২) লিটন দাস (২৮) উজ্জল সরকার (২২) মফিজউল্লাহ (৬০) নিরঞ্জন কুমার (৬৭) নিরঞ্জন ৯২৭) দেবাশিষ বিশ্বাস (১৫) শরিফুল ইসলাম (৩৫) ।
তাদের বাড়ি নড়াইল, বাগেরহাট ও হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।
২১ বিজিবি বেনাপোল দৌলতপুর ক্যাম্পের সুবেদার শামছুল হক জানান, গোপন সংবাদের মাধ্যমে দৌলতপুর আমবাগানের ভেতর দিয়ে ভারত থেকে অবৈধ পথে আসা ৮ জন বাংলাদেশি নারী পুরুষসহ ৬০০ কেজি ভারতীয় নিম্নমানের চা পাতা উদ্ধার করা হয়।
অপরদিকে পুটখালি ক্যাম্পের নায়েব সুবেদার গোলাম আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারত সংলগ্ন ইছামতি নদী পার হয়ে বাংলাদেশে কয়েকজন চোরাচালানি আসলে তাদের ধাওয়া করলে তারা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলি থেকে ১৮০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ