বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুকুর কামড় দিল বিড়ালকে,অতঃপর বিড়াল কামড় দিল মানুষকে এ আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের রাউজান উপজেলার আমিরহাট বাজারে।বিলম্বে প্রাপ্ত তথ্য মতে জানাগেছে গত রোববার (১৮ এপ্রিল) টিক ইফতারের কিছুক্ষণ আগে এয়াছিন্নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আয়ুব আলী আনসারী আমিরহাট বাজারের সাগর বড়ুয়ার ফার্মেসি থেকে বাহিরে দাঁড়িয়ে অষুদ কিনছিলেন।হঠাৎ একটি পাগলা কুকুর কামড় দে একটি বিড়ালকে।সে বিড়ালটি কুকুরের কামড় খেয়ে উত্তেজিত হয়ে উত্তরদিক থেকে দৌঁড়ে দক্ষিণে এসে দাঁড়ানো মাওলানা আয়ুব অলী আনসারীর পায়ে কামড় দেয়। বাম পায়ের নিছের অংশে কামড় দিয়ে এক টুকরো মাংস নিয়ে দৌঁড় দিয়ে পালিয়ে যায় বিড়ালটি।প্রত্যক্ষদর্শীরা জানান কামড় দেওয়ার সাথে সাথে তারঁ আত্ম চিৎকারে অনেক মানুষ জড়ো হয়ে যায় সেখানে।রক্তে লাল হয়ে যায় তার পায়জামা ও বাম পা।তাকে দ্রুত নেওয়া হয় একই বাজারের পল্লি চিকিৎসক ডাক্তার দোলন রায়ের কাছে।তিনি দ্রুত ক্ষত স্থানে পরিস্কার পরিচ্ছন্ন করে ৫/৬টি সেলাই করে ভ্যাকসিন সহ প্রাথমিক চিকিৎসা দেন।ডাক্তার দোলন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বিড়াল এত মারাত্তক কামড় দিতে পারে আর দেখিনি কখনো।মাংসে কামড় দিয়েছে এমন দেখেছি।তবে পা-থেকে মাংস নিয়ে যাওয়া দেখিনি।আশ্চ্যার্যজনক লেগেছে আমার।তিনি জানান তাঁকে (হুজুরকে) ঘরে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছি।প্রত্যক্ষদর্শিরা জানান পরে উত্তেজিত বিড়ালটিকে উত্তেজিত জনতা গনপিটুনী দিয়ে মেরে পেলেন।এপ্রসঙ্গে বিড়ালের কামড়ে আহত মাওলানা আয়ুবআলী আনসারীর সাথে বুধবার রাতে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান নসিব আমার।অষুদ চলছে।হাটতে পারছিনা।দোয়া করবেন।অত্যন্ত সাদাসিদে সর্বজন প্রিয় একজন আলেম ও শিক্ষককে বিড়ালে কামড় দিয়ে আহত করার ঘটনায় সকলেই ব্যথিত এমন জানালেন মাওলানা তাজ মুহাম্মদ রেজভী ও মাওলানা ওসমান গণী কাদেরী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।