Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরগুনায় ৬টি তক্ষকসহ গ্রেফতার ১

বরগুনা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

বরগুনার পাথরঘাটা মানিকখালী এলাকার মো. ইসমাইল আকনের ছেলে রিয়াজ আকনকে ছয়টি তক্ষকসহ গ্রেফতার করেছে কোস্টগার্ড। গত শনিবার সন্ধ্যার দিকে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি খাঁচায় ৬টি তক্ষকসহ রিয়াজ আকনকে আটক করা হয়। তিনি জানান, বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ এর ছয় ধারায় তক্ষক ধরা, মারা এবং কেনাচেনা নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ।
তক্ষকগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে এবং রিয়াজের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ