বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর ব্যুরো : যশোরের অভয়নগরে ট্রাকচাপায় আলেক খান নামে এক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।
তিনি খুলনার ফুলতলা উপজেলার ছাতিয়ানি গ্রামের আবদু সাত্তার খানের ছেলে।আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।অভয়নগর থানার ওসি শেখ নাসির উদ্দিন জানান, আজ সোমবার সকালে এসআই আলেক খান খুলনার ফুলতলা উপজেলার ছাতিয়ানি গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে কর্মস্থল ফরিদপুরের বোয়ালমারিতে যাচ্ছিলেন।পথিমধ্যে অভয়নগরের শংকরপাশা-নড়াইল সড়কের বর্ণি মোড় এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়।এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে লাশ পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, আলেক খান ফরিদপুরের বোয়ালমারি থানায় উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।