Inqilab Logo

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চাটমোহরে অগ্নিকান্ডে ৩ বসতঘর পুড়ে ছাই

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

চাটমোহরে অগ্নিকান্ডে ৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। গত সোমবার বিকেলে উপজেলার পুরানপাড়া গ্রামে অগ্নিকান্ডের ৩টি বসতঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। জানা যায়, ওই গ্রামের মৃত চাঁদ আলী প্রামানিকের ছেলে সেকেন্দার আলীর রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে সেকেন্দার আলী ও আজমত আলীর ৩টি ঘর এবং ঘরে থাকা আসবাবপত্র, রসুন, নগদ অর্থসহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থরা।

খবর পেয়ে চাটমোহর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মীরা এলাকাবাসীর সহোযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ