রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে গত সোমবার এক সংবাদ সম্মেলনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীনূর আলম সুমন বলেছেন, কিছু লোক একটি ফেক আইডি করে তা শেয়ার দিয়ে তাকে ও প্রতিষ্ঠানকে জড়িয়ে কিছু বিভ্রান্তিমূলক তথ্য এবং ভিডিও ভাইরাল করেছে। যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। এসব অপপ্রচারের কারণে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অপপ্রচারের কারণে ফেক আইডির বিরুদ্ধে তিনি আগেই থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এখন নিয়মিত মামলা হিসেবে তিনি আইনের আশ্রয় নিবেন বলে জানান। এ সময় ছিলেন আরএমও ডা. হাবিবুর রহমান ও মেডিক্যাল অফিসার ডা. ফাবরিনা নওশিন উপস্থিত ছিলেন। মেডিক্যাল অ্যাসিস্টেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মহসীন ও সাধারণ সম্পাদক সুমন সাহাসহ অন্যাদের মাঝে বক্তব্য রাখেন, মো. শাহ আলম, মো. আনিছুর রহমান।
ভিডিও সম্পর্কে মোহাম্মদ মহসীন জানান, গত ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি ও ৩ থেকে ৫ মার্চ তিনদিন করে পৃথকভাবে ছয় দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে। মেডিক্যাল অ্যাসিস্টেন্টদের চিকিৎসার সীমাবদ্ধতা এবং করোনাকালে বিশেষ করণীয় বিষয়বস্তুর প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ ও ঝাঁকজমক সমাপণী অনুষ্ঠান করতে তারা ৬০ জন চিকিৎসক একটি আর্থিক ফান্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে তুলে দেন। পরে করোনার মাত্রা বৃদ্ধি পাওয়ায় অনুষ্ঠানটি বাতিল করে জমা দেয়া টাকা তারা ফেরত নিয়ে প্রত্যেকের কাছে পৌঁছে দেন। তাই এ বিষয়ে কেউ বিভ্রান্ত হওয়ার অবকাশ নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।