রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শেরপুরের ঝিনাইগাতীতে এক উপজাতি নারীকে ধর্ষণের অভিযোগে মো. নাইম (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আটক নাইম উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল দিবাগত রাত ১১টার দিকে নাইম একই গ্রামের এক সন্তানের জননী বিধবা উপজাতি নারীর বাড়িতে প্রবেশ করে একা পেয়ে তাকে ধর্ষণ করে। বিষয়টি প্রকাশ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে নাইম। পরে ঘটনাটি জানাজানি হয়ে গেলে উপজেলার নওকুচি গ্রামে আলম মিয়ার বাড়িতে গত সোমবার দিবাগত রাতে স্থানীয় ইউপি সদস্য রশিদ মিয়ার নেতৃত্বে আপোষ মীমাংসার চেষ্টা চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমানের নেতৃত্বে এসআই সাজেদুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ বাহিনী ধর্ষক নাইমকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে ধর্ষিতা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান জানান, ধর্ষক নাইমের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়েরের পর গতকাল মঙ্গলবার তাকে শেরপুরের আদালতে সোপর্দ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।