Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনারগাঁ থানার সেই ওসিকে অবসরে পাঠাল সরকার

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২১, ৯:৪৬ এএম

সোনারগাঁয়ের একটি রিসোর্টে কথিত দ্বিতীয় স্ত্রীসহ অবরুদ্ধের পর হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে ছাড়িয়ে নিতে ব্যাপক তান্ডব চালায় সংগঠনটির নেতাকর্মীরা। তাদের তান্ডবের সময় পুলিশ নির্লিপ্ত ছিল বলে অভিযোগ ওঠে।
এর পরদিনই সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলামকে বদলি করা হয় নারায়ণগঞ্জের পুলিশ লাইন্সে। সেই ওসি রফিকুল ইসলামকে অবসরে পাঠানো হয়েছে।
সোমবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, রফিকুলের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী তাকে অবসরে পাঠিয়েছে সরকার। বিধি মোতাবেক অবসরজনিত সকল সুবিধা পাবেন।
৩ এপ্রিল হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক এক নারীকে নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে যান। পরে সেখানে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। মামুনুল হকের দাবি তিনি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে রিসোর্টে অবকাশ যাপনে গিয়েছিলেন। এ ঘটনায় তাকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। হেফাজত কর্মীরা নারায়ণগঞ্জে বিক্ষোভ করে। রয়্যাল রিসোর্টসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করা হয়।
পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ব্যাপক গাড়ি ভাঙচুর করেন হেফাজতের নেতাকর্মীরা। ক্ষমতাসীন দল ও তার সহযোগী সংগঠনের স্থানীয় কার্যালয়েও হামলা হয়। হামলা হয় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের বাড়িঘরেও হামলা ভাংচুর করা হয়।



 

Show all comments
  • Abdur Rohim ২০ এপ্রিল, ২০২১, ৫:৩৭ পিএম says : 0
    যদি তুমি তেল মারো তবে তুমি বেশ, যদি তুমি সত্যি বল তবে তুমি শেষ।
    Total Reply(0) Reply
  • MD Sharif ২০ এপ্রিল, ২০২১, ৫:৩৮ পিএম says : 0
    সোনারগাঁও থানার ওসি কে দিয়ে সরকারের স্বার্থ উদ্ধার হয় নাই তাই তাঁকে অবসরে পাঠানো হয়েছে। এতে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই।
    Total Reply(0) Reply
  • Zahin Ahmed ২০ এপ্রিল, ২০২১, ৫:৪৪ পিএম says : 0
    এর পরে শুনা যাবে হয়তো উনি জেলে আছেন
    Total Reply(0) Reply
  • Mahroof Khan ২০ এপ্রিল, ২০২১, ৫:৪৭ পিএম says : 0
    ইনশাআল্লাহ যখন জনগণের সরকার আসবে, জনসেবা করার জন্য জনগনের পক্ষ থেকে জনগণের সরকারের কাছে দাবি থাকবে আপনাকে পুনরায় চাকরিতে নিযুক্ত করা হোক।
    Total Reply(0) Reply
  • Imran Patoware ২০ এপ্রিল, ২০২১, ৫:৪৭ পিএম says : 0
    বাহ কি চমৎকার কথা এই হলো দেশের আইন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ