রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা গ্রামে তিনজনকে কুপিয়ে মারাত্মক জখম করার ঘটনায় ৬ জনকে আসামি করে মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ঠাকুরাকোনা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. জয়নাল আবেদীন বাদী হয়ে গত রোববার রাতে এই মামলা দায়ের করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়, ঠাকুরাকোনা গ্রামের জয়নাল আবেদীনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে তারই ভাতিজাগণের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ১৫ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে মৃত আব্দুল লতিফের ছেলে আমিন, মানিক ও ফারুকগংরা রামদা, কুড়াল, শাবল ও লাঠি সোটা নিয়ে পাপ্পুকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপাতে থাকে। পাপ্পুর চিৎকারে তার মা সমলা আক্তার এবং ভাবী মোছা. আম্বিয়া তাকে বাঁচাতে গেলে সন্ত্রাসীরা তাদেরকেও কুপিয়ে জখম করে।
পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে নেত্রকোনা পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় পাপ্পুর পিতা জয়নাল আবেদীন বাদী হয়ে তিন ভাতিজা, ও তাদের স্ত্রীদেরকে আসামি করে মামলা করেছে।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি অভিযোগ করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।