রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ইসলাম ধর্ম নিয়ে কট‚ক্তি করার দায়ে অমিত আচার্য্য (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত শনিবার রাত ৯টার দিকে জেলা শহরের বটতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ জানান, অমিত আচার্য্য নামের ওই যুবক ইসলাম ধর্ম নিয়ে উস্কানিমূলক মন্তব্য করে। এ বিষয়টি নিয়ে মো. ইব্রাহিম খলিল নামে খাগড়াছড়ি শহরের আরামবাগ এলাকার এক যুবক তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে। সেই প্রেক্ষিতে অমিতের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, সনাতন ধর্মাবলম্বী অমিত আচার্য্য খাগড়াছড়ি শহরের অর্পণা চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা মিহির আচার্য্যরে ছেলে।
ফেইসবুকে ঋদ্ধ ঋষি ছদ্মনামের প্রোফাইল পরিচালনাকারী অমিত শনিবার সন্ধ্যায় ওই প্রোফাইল থেকে ইসলাম ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারীর একটি ভিডিও চিত্রে উস্কানিমূলক উগ্রবাদী কট‚ক্তি করে। পরে তাৎক্ষণিক তার ওই মন্তব্যটি ভাইরাল হয়। একপর্যায়ে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে ফেইসবুকজুড়ে। পরে অমিত নিজ এলাকা থেকে পালিয়ে যায়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে বটতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।