রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে আ.লীগ নেতার বিরুদ্ধে নলকূপ বণ্টনে স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার ছনহরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বিশুদ্ধ পানির কষ্টে জর্জরিত ভুক্তভোগী লোকজন বিক্ষোভ করেছে। এছাড়াও আ.লীগ নেতা ইউনুছের বিরুদ্ধে পটিয়া উপজেলা চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দিয়েছে এলাকার লোকজন।
জানা যায়, ছনহরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিশুদ্ধ পানির কষ্ট লাঘবে সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি কর্তৃক চলতি অর্থ বছরে ২৭টি নলকূপ বরাদ্দ দেয়া হয়। এ ইউনিয়নের উন্নয়ন সমন্বয়কারী পটিয়া উপজেলা আ.লীগের সভাপতি আ. ক. ম. সামশুজ্জামান চৌধুরী ছনহরা ইউনিয়নে নলকূপ বণ্টনের জন্য ছনহরা ইউনিয়ন আ.লীগের আহ্বায়ক মোহাম্মদ ইউনুছকে দায়িত্ব দেন। আ.লীগ নেতা ইউনুছ স্বজনপ্রীতির মাধ্যমে তার পছন্দমতো লোকদের মধ্যে ৮টি ওয়ার্ডে ২/১টি করে নলক‚প বণ্টন করেন।
কিন্তু এর মধ্যে ইউনুছের ৩নং ওয়ার্ডে নলক‚প দিয়েছে ৭টি। এ নলক‚পগুলোর মধ্যে ইউনুছের বাড়িতে রয়েছে ৪টি। ২শ’ থেকে ৩শ’ ফুট দূরত্বের মধ্যে ৪টি নলক‚প দেয়া হয়। এরমধ্যে আ.লীগ নেতা ইউনুছের চাচা মোজাফফ্রকে ১টি, চাচাতো ভাই মোস্তাককে ১টি, তার প্রতিবেশী ওমর আরমানকে ব্যক্তিগতভাবে ১টি নলক‚প দিয়েছেন। এ স্থানে পূর্বের ২টি নলক‚প থাকা স্বত্বেও আরো ৪টি নলকূপ দেয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। অন্যদিকে এ ওয়ার্ডের সাহেব মিয়ার বাড়ি এলাকায় ৫০ পরিবারের লোকজনের মধ্যে নলক‚প না থাকলেও এ বাড়িতে নলক‚প দেয়া হয়নি।
এ ব্যাপারে ছনহরা ইউনিয়ন আ.লীগের আহ্বায়ক মোহাম্মদ ইউনুছ জানান, নলক‚প বণ্টনে কোনো প্রকার স্বজনপ্রীতি হয়নি। এলাকার কিছু কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।