বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাড়ছে করোনার প্রকোপ। বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। কুষ্টিয়ায় গতকাল পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ১শ জনের। তবে করোনা উপসর্গ নিয়ে কত জনের মৃত্যু হয়েছে তার সঠিক হিসেব নেই। এ পর্যন্ত আক্রান্ত প্রায় সাড়ে ৪ হাজার।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে গত কাল ১৮ এপ্রিল মোট ২৮২ টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ১৬৫টি (এর মধ্যে ২৯টি এন্টিজেন টেস্ট করা হয়েছে), ঝিনাইদহ জেলার ৩৪ টি, মেহেরপুর জেলার ১৯টি, চুয়াডাঙ্গা জেলার ৩১টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৩৩টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার ৩১টি, মেহেরপুর জেলার ০৪ টি, চুয়াডাঙ্গা জেলার ০৩টি এবং ঝিনাইদহ জেলার ০৯ টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ ভাইরাসে মোট ৩১জন ব্যক্তির মধ্যে ২০ জন সদর উপজেলার, ০২ জন কুমারখালী উপজেলার, ০২ জন দৌলতপুর উপজেলার, ০৬ জন ভেড়ামারা উপজেলার এবং ০১ জন মিরপুর উপজেলার।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪৪৬৭ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৪০৮৫ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ১০০ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।