বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নড়াইল জেলা সংবাদদাতা : নড়াইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা জামায়াতে (ভারপ্রাপ্ত) সেক্রেটারি মোহাম্মদ ওবায়দুল্লাহকে (৩৮)নড়াইল কারাগারের প্রধান ফটক থেকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার থেকে আজ সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস আটকের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, জামায়াতে ইসলামীর নেতা ওবায়দুল্লাহর নামে ২০১৩ সালের ১১ ডিসেম্বর নড়াইলের ডুমুরতলায় পুলিশের ওপর হামলা মামলাসহ একাধিক নাশকতার মামলা রয়েছে।
এর আগে গত বছরের ২১ জুলাই জেলার লোহাগড়া উপজেলার মিঠাপুর বাজার এলাকা থেকে নাশকতার মামলায় ওবায়দুল্লাহকে গ্রেফতার করে পুলিশ।
জেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪ থানায় বিভিন্ন মামলা ও অভিযোগে জামায়াত নেতাসহ ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, জেলায় অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে নড়াইল সদর থানা পুলিশ জামায়াত নেতাসহ ৬ জন, লোহাগড়া থানা ৭ জন, কালিয়া থানায় ৪ জন এবং নড়াগাতী থানা পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম ২২ জনকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।