বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লকডাউনে করোনার প্রাদূর্ভাবের মধ্যে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। হাসপাতালের বেডে জায়গা না থাকায় রোগীরা ঠাঁই নিয়েছেন হাসপাতালের মেঝেসহ আশপাশের বারান্দায়।
হাসপাতালের ধারণ ক্ষমতার বেশি রোগী ভর্তি হওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি দেখা দিয়েছে আইভি স্যালাইনের চরম সংকট। বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেইজবুক আইডিতে একটি পোষ্ট দেওয়া হয়েছে, পোস্টটি হুবহু তুলে ধরা হলো,
প্রিয় রাজাপুরবাসী,
আসসালামু আলাইকুম। কয়েকদিন যাবত ডায়রিয়া তীব্র আকার ধারণ করেছে।হাসপাতালের ফ্লোরে ও রোগী রাখার জায়গা নেই। ভয়ের কথা হচ্ছে যারা আসছে তারা তীব্র পানিস্বপ্লতা নিয়ে আসছে।তাদের প্রায় সকলকে আইভি স্যালাইন লাগাতে হচ্ছে। এত স্যালাইন হাসপাতালের সরবরাহ নেই। আর যারা রোগী তারা বেশীরভাগ গরিব।
তাই এ সংকট এ আপনাদের সকলের কাছে সাহায্য চাচ্ছি। যে যতটুকু সম্ভব স্যালাইন দিয়ে রোগীদের চিকিৎসায় সহায়তা করুন।
আজ ১৮/৪/২০২১ তারিখ সকাল থেকে রাত আটটা পর্যন্ত ৫৩ জন ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছেন।
হাসপাতালের জন্য বরাদ্দ স্যালাইন ও লকডাউনের কারনে আনা সম্ভব হচ্ছেনা।
বাজে কোন মন্তব্য করার আগে হাসপাতালে এসে ডাক্তার, নার্সদের কর্মযজ্ঞ দেখে যাবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।