Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিবার নিয়ে লকডাউন দেখতে বের হয়ে আটক ভ্রাম্যমান আদালতে !

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২১, ৯:৫৩ পিএম

বাইরে লকডাউন কেমন হচ্ছে। তাই দেখতে বাড়ির তিন শিশু নিয়ে আজ ভ্রমনে বের হন জনৈক ব্যক্তি। মোটসাইকেলে ঘোরাঘুরির এক পর্যায়ে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় তাদের গতিরোধ করে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া বলেন, তারা লকডাউন দেখতে বের হয়েছিলেন। তবে আমাদের বলেছিল বই কিনতে বের হয়েছেন। এক মোটরসাইকেলে চারজন উঠানো নিয়ে কোন সদুত্তোর দিতে পারেননি। তবে ওই মোটরসাইকেলে তিন জন শিশু থাকায় তাদের জরিমানা করা হয়নি। বাড়িতে পাঠানো হয়েছে। একইসাথে লকডাউনে স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে মোটসাইকেল চালককে সতর্ক করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ