বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নদীতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শামিমা (১১) ও ফাতেমা (১০) নামে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
উপজেলার উদমারা গ্রামের ডাকাতিয়া নদীতে আজ শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মৃত ফাতেমা একই এলাকার বেল্লাল মিয়ার মেয়ে ও শামিমা শাহাবুদ্দীনের মেয়ে। তারা দুইজনই উদমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী।
শামিমার লাশ উদ্ধার করা গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত ফাতেমার লাশ পাওয়া যায়নি।
হাজিমারা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিক জানান, দুপুরে দুই শিশু পাশের ডাকাতিয়া নদীতে সাঁতার কাটতে যায়। সাঁতার কাটতে গিয়ে একজন নদীর মাঝখানে চলে গেলে তাকে উদ্ধারে অন্যজন গেলে দু’জনেই ডুবে যায়।
এসআই জানান, স্থানীয়রা শামিমাকে ঘটনাস্থল থেকে মৃত উদ্ধার করতে পারলেও ফাতেমাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফাতেমার লাশটি ভেসে অন্য কোথায় চলে যেতে পারে। ফায়ার সার্ভিসের ডুবরীদের খবর দেয়া হয়েছে বলেও জানান এসআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।