Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘রাবি শিক্ষকের মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়’

প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহানের মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়।
আজ শনিবার দুপুরে তার লাশের ময়নাতদন্তের পর সাংবাদিকদের একথা জানান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. এনামুল হক।
তিনি বলেন, এটা আত্মহত্যা কি না, সার্বিক বিষয়ে নিশ্চিত করে বলা যাবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর।
এদিকে, ময়নাতদন্ত শেষে লাশ রাবি ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বিকেলে নামাজে জানাজা শেষে তার লাশ ঢাকার বাড়িতে নিয়ে যাওয়া হবে।
এর আগে রাবি শিক্ষকের লাশের সুরতহাল করা হয়। সে সময় রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার আমীর জাফর সাংবাদিকদের জানান, রাবি শিক্ষক আত্মহত্যা করেছেন বলে তাদের ধারণা।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রাবির জুবেরী ভবন থেকে নিজের আবাসিক কক্ষের দরজা ভেঙে সহযোগী অধ্যাপক আকতার জাহানের লাশ উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ