Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় নকল পণ্য প্রস্তুত কারখানায় অভিযান, জেল ও জরিমানা

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২১, ৭:২১ পিএম

আজ কুষ্টিয়া জেলা শহরের হরিশংপুর এলাকায় এমএইচএস ইন্ডাস্ট্রি লিঃ নামক অবৈধ প্রক্রিয়ায় পণ্য প্রস্তুত কারখানায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৪৩ ও ৫৩ ধারায় একজনকে পনের দিনের বিনাশ্রম কারাদন্ড ও অপর একজনকে ১ লাখ টাকা টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। একই সাথে বিপুল পরিমান নকল ও মান নিয়ন্ত্রণহীন কেমিক্যাল ও পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়। আসামী দুজন একটি গোপন বাসায় ল্যাব ও কেমিস্ট ছাড়াই হ্যান্ডস্যানিটাইজার, হ্যান্ডওয়াশ, ডিটারজেন্ট, টয়লেটস ক্লিনার, টাইলস ক্লিনার সহ প্রায় ২২ ধরণের নকল পণ্য প্রস্তুত ও বাজারজাত করে আসছিলো।

অপর আরেকটি অভিযানে মেয়াদ উত্তীর্ন কোমল পানীয় ও মিনারেল ওয়াটার সংরক্ষণের দায়ে একজন পরিবেশককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ও ৫৩ ধারায় ২০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়৷ এ সময় প্রায় ১,০০০/- বোতল কোমল পানীয় ও মিনারেল ওয়াটার ধ্বংস করা হয়৷

জেলা প্রশাসন, কুষ্টিয়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয় । অভিযান পরিচালনাকালে মেজর মাহফুজুর রহমান, কোম্পানি কমান্ডার, র‍্যাব-১২, কুষ্টিয়া ও তাঁর চৌকস বাহিনী এবং রেবেকা সুলতানা, স্যানিটারি ইন্সপেক্টর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া সহ আরও অনেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন৷
কুষ্টিয়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান জানান, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে৷



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ