Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাঁশখালীতে গুলিতে শ্রমিক হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন -শ্রমিক মজলিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২১, ৫:৪৮ পিএম

শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি হাজী নূর হোসেন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল কালাম আজ রোববার এক যুক্ত বিবৃতিতে চট্টগ্রাম বাঁশখালী তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতনভাতা পরিশোধ সম্বলিত ১০দফা দাবীতে আন্দোলনরত অবস্থায় স্থানীয় প্রশাসন মালিকপক্ষালম্বন করে শ্রমিকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে ৫ জন শ্রমিককে হত্যা করেছে ও আরো শতাধিক শ্রমিককে আহত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে শ্রমিক হত্যার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে শ্রমিক-কর্মচারীদের প্রতিনিধি নিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ, নিহত ও আহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, হত্যার বিচারের দাবি করেন। শ্রমিকরা নামাজ ও ইফতারের সময় চাওয়ার কারণে প্রশাসনের আইন শৃংখলা বাহিনী কর্তৃপক্ষের প্রত্যক্ষ মদদে নিরীহ নির্মাণ শ্রমিকদের উপর গুলি চালায়। তারা শ্রমিক হত্যাকা-ে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ