বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রমজানের শুরুতে করোনার দ্বিতীয় দফার লকডাউনে সরবারহ ঘটতিতে দক্ষিণাঞ্চল যুড়ে সবজির বাজারের হাহাকার কাটতে শুরু করেছে। পেয়াঁজ ও গোল অলুর বাজারও স্থিতিশীল রয়েছে। বেগুন, টমেটো, শশা ও লেবু সহ রোজার মাসের বেশী চাহিদার সবজির দাম শণিবার থেকে কিছুটা নি¤œমুখি প্রবনতা লক্ষ করা গেছে। তবে এখনো দেশের পশ্চিম ও উত্তরাঞ্চল থেকে দকিষণাঞ্চলে পণ্য পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। পরিবহন ব্যবস্থা স্বভাবিক হলে দাম অরো কমবে বলে পাইকারী আড়ৎদরগন জানিয়েছেন।
বরিশালের সবজির আড়তদারগন আশা করছেন দু-একদিনের মধ্যে সরবারহ আরো বাড়বে। ফলে পরিস্থিতিও আরো অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে। তবে এখনো বরিশাল সহ সমগ্র দক্ষিণাঞ্চলেই পাইকারী ও খুচরা পর্যায়ে সবজীর দামে বিস্তর ব্যবধান রয়েছে। শণিবার বরিশালের পাইকারী বাজারে প্রতি কেজি টমেটো ২৫ টাকা কেজি দরে বিক্রী হলেও খুচর পর্যায়ে তা ছিল ৪০-৪৫ টাকা। রমজানের শুরুতে বেগুন ১২০-১৩০ টাকা কেজি দরেও বিক্রী হয়েছে। শণিবার খোলা বাজারে তা ৬৫-৭০ টাকায় নেমে এলেও পাইকারী পর্যায়ে ছিল ৪০-৪৫ টাকা কেজি। শশার কেজিও শণিবারে পাইকারী পর্যায়ে ৪০ টকায় থাকলেও খুচরা বাজারে বিক্রী হয়েছে ৬০-৭০ টাকা কেজি। পটল বিক্রী হচ্ছে পাইকারী ২৫ টাকা কেজি। খুচরা পর্যায়ে ৩৫ টাকা। অন্যান্য সবজির দামও ধীরে ধীরে কমে আসছে।
তবে এবার রমজানে পেয়াঁজ ও গোল আলুর দাম যথেষ্ঠ স্থিতিশীল রয়েছে। গোল আলু খুচরা পর্যায়ে ১৮ টাকা কেজি। পাইকারী ১৫-১৬ টাকা। আর আমদানীকৃত পেয়াঁজ বিক্রী হচ্ছে ২৫-৩০ টাকা কেজি। দেশী পেয়াঁজের কেজী ৩৫ টাকা।
টিসিবি ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে খোলা বাজারে চিনি, পেয়াঁজ, সয়াবিন তেল, ছোলাবুট, মুসুর ডাল ও খেজুর বিক্রী কার্যক্রম অব্যাহত রাখলেও বরিশাল মহানগরীতে মাত্র ৮টি ও জেলা সদরগুলোতে ২টি করে ট্রাক থাকায় তা ক্রেতাদের চাহিদার একÑদশমাংশও পুরন করতে পারছে না। এমনকি প্রতিটি জেলার মাত্র দুটি উপজেলাতে টিসিবি’র সিমিত কিছু পণ্য বিক্রী হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।