Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশে তীব্র যানজট অব্যাহত যাত্রী দুর্ভোগ চরমে

প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা মোড় থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার পর্যন্ত ৫৫ কিলোমিটার সড়কের বিভিন্ন অংশে তীব্র যানজট অব্যাহত রয়েছে। তীব্র এই যানজটে ঈদে ঘরমুখো হাজারো যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে গরু বোঝাই ট্রাক ঘন্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ায় অনেক গরু অসুস্থ হয়ে মারা যাওয়ার খবরও পাওয়া যাচ্ছে।
বুধবার ভোর থেকে শুরু হওয়া এই যানজট শনিবার সকাল এগারোটায় এ রিপোর্ট পাঠানো সময় পর্যন্ত তা থেমে থেমে চলছে। আধাঘন্টা সময়ের রাস্তা পাড়ি দিতে ৩/৫ ঘণ্টা সময় লাগছে বলে জানা গেছে।
অতিরিক্ত যানবাহনের চাপ, পুরাতন ও দুর্বল যানবাহনগুলো রাস্তার ওপর বিকল হয়ে পড়া, ওভারট্রেকিং ও দুর্ঘটনার কারণে এই যানজট সৃষ্টি হচ্ছে বলে মির্জাপুর থানা ও হাইওয়ে পুলিশ সূত্র জানিয়েছেন।
শনিবার সকালে মহাসড়কের গোড়াই, মির্জাপুর বাইপাস, কুর্নী, শুভুল্যা, পাকুল্যা ও জামুর্কীসহ বিভিন্ন অংশ ঘুরে দেখা গেছে গরু বোঝাই ট্রাক, বাসের ভেতরে ও ছাদে যাত্রী নিয়ে শত শত যানবাহন মহাসড়কেও দুই দিকেই ঘন্টার পর ঘণ্টা ঠাই দাঁড়িয়ে রয়েছে।
মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় যানজটে আটকা পড়া বাসযাত্রী শাহ আলম জানান, শুক্রবার মধ্যরাতে ঢাকা থেকে রওনা হয়ে শনিবার সকাল সাড়ে নয়টায় তিনি মির্জাপুর পৌঁছেন।
দিনাজপুর থেকে ট্রাকে গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন গরু ব্যাপারি রহম আলী। দীর্ঘ যানজটে পড়ে ইতিমধ্যে তার দুইটি গরু মারা গেছে বলে তিনি উল্লেখ করেন।
মির্জাপুরের গোড়াই ইউনিয়ন পরিষদের সদস্য ও দেওহাটা গরুর হাটের ইজারাদার কামারুজ্জামান বলেন, শুক্রবার দেওহাটা থেকে মোটর সাইকেলে পেট্রল ভরার জন্য ধেরুয়া যাওয়ার পথে তিনি মহাসড়কের সাইটের বিভিন্ন অংশে তিনটি মরা গরু পড়ে থাকতে দেখেছেন।
গরু বোঝাই ট্রাক যানজটে আটকা পড়ায় অসুস্থ হয়ে ওই গরুগুলোর মৃত্যু হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানা ওসি মো. মাইন উদ্দিন ও হাইওয়ে থানা ওসি খলিলুর রহমান বলেন, মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ, পুরাতন ও দুর্বল যানবাহনগুলো রাস্তার ওপর নষ্ট হয়ে পড়া, ওভারট্রেকিং ও দুর্ঘটনার কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে এই যানজট সৃষ্টি হচ্ছে। তবে যানবাহন সচল রাখতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ