বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৫জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ৭জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আজ (শনিবার) সকালে এ ঘটনা দুটি ঘটে। শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, সকাল ৭টার দিকে শ্রীপুর উপজেলার রঙ্গিলা (এসসি) বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস -পিকআপ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২জন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। এদিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর (বাঘের বাজার) এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি যাত্রীবাহী লেগুনাকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে লেগুনার ৪জন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৫জন। হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও কিনিকে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয়ের সনাক্ত চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।