Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের একদিনে ১০১ মৃত্যু

দেশে করোনাভাইরাস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

দেশে করোনাভাইরাসে দ্বিতীয় ঢেউ যেন দেশে আছড়ে পড়ছে মানুষের মধ্যে। আক্রান্তদের মধ্যে মৃত্যু বেড়ে গেছ্ েগতকালও করোনায় দিনের মতো ১০১ জনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষা কমে গেলেও গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে আরো ৩৪৭৩ জন নতুন রোগী।

গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া ১০১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ১০ হাজার ২৮৩ জনের মৃত্যু হল। আর নতুন রোগীদের নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ লাখ ১৫ হাজার ২৫২ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো পাঁচ হাজার ৯০৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৬ লাখ ৮ হাজার ৮১৫ জন হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গতবছর ৮ মার্চ; তা ৬ লাখ পেরিয়ে যায় চলতি বছরের ১ এপ্রিল। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ৩১ মার্চ তা নয় হাজার ছাড়িয়ে যায়।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ৩৩তম স্থানে আছে বাংলাদেশ। তবে মৃতের সংখ্যায় রয়েছে ৩৮তম অবস্থানে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১২১টি আরটি-পিসিআর ল্যাব, ৩৪টি জিন-এক্সপার্ট ল্যাব ও ১০২টি র‌্যাপিড অ্যান্টিজেন ল্যাবে সর্বমোট ২৫৭টি ল্যাবে ১৬ হাজার ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫১ লাখ ৫০ হাজার ৬৬৩টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৪৬ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ১২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৮ লাখ ৩৪ হাজার ৭১০টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ১৩ লাখ ১৫ হাজার ৯৫৩টি।

গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ৬৯ জন পুরুষ আর নারী ৩২ জন। তাদের ৯৯ জন হাসপাতালে এবং দুইজন বাড়িতে মারা গেছেন। মৃতদের মধ্যে ৫৮ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ২৯ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, আটজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, তিনজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং তিনজনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ৬৭ জন ঢাকা বিভাগের, ২৩ জন চট্টগ্রাম বিভাগের, দুইজন রাজশাহী বিভাগের, ৩ জন করে খুলনা ও ময়মনসিংহ বিভাগের, একজনজন বরিশাল বিভাগের এবং দুইজন সিলেট বিভাগের।

দেশে এ পর্যন্ত মারা যাওয়া ১০ হাজার ২৮৩ জনের মধ্যে সাত হাজার ৬৩৫ জনই পুরুষ এবং দুই হাজার ৬৪৮ জন নারী। তাদের মধ্যে ৫ হাজার ৭৯৬ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। এছাড়াও ২ হাজার ৫৩২ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ১ হাজার ১৪১ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৫০৮ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ১৯৫ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, ৭১ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে এবং ৪০ জনের বয়স ছিল ১০ বছরের কম। এর মধ্যে ৫ হাজার ৯৮০ জন ঢাকা বিভাগের, ১ হাজার ৮৫১ জন চট্টগ্রাম বিভাগের, ৫৪৬ জন রাজশাহী বিভাগের, ৬৩৬ জন খুলনা বিভাগের, ৩০৬ জন বরিশাল বিভাগের, ৩৪৯ জন সিলেট বিভাগের, ৩৯৭ জন রংপুর বিভাগের এবং ২১৮ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ