বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাগুরা শহরের দোকান ও বাসা বাড়িতে দিনে রাতে মূল্যবান জিনিসপত্র চুরির সাথে জড়িত চোর চক্রের নেতা চন্দন ঘোষ হত্যা মামলার আসামীসহ ৮ জন কে চোরাই মালামালসহ গ্রেফতার করেছে পুলিশ।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, সম্প্রতি মাগুরা শহরের বিভিন্ন দোকান ও বাসা বাড়িতে চুরির ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন শুক্রবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে অধিকাংশ চুরির সাথে জড়িত ১৬টি চুরি মামলার আসামী শহরের জামরুলতলার চন্দন ঘোষ (৩৫) কে তার বাড়ি থেকে চোরাই মালামালসহ আটক করে। পরে তার স্বীকারোক্তি মতে চোর চক্রের নেতা ১২ চুরি মামলার আসামী শহরের ম্যাটার্নিটিপাড়ার সাজ্জাদ হোসেন (২০), স্টেডিয়ামপাড়ার রবিউল ইসলাম (৩২), পিটিআই পাড়ার রাসেল বিশ্বাস(২০), ভায়না গোরস্থান পাড়ার আব্দুর রশিদ (৪৫), নিজনান্দুয়ালী গ্রামের মুসলিম শেখ (১৯), রাজু আহমেদ (২০) এবং রকি শেখ (২২) কে পুলিশ গ্রেফতার করেছে।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে পানির মটর, গ্যাস সিলিন্ডার এবং ৬ টি বাইসাইকেল। আটককৃতরা দীর্ঘদিন চোর সিন্ডিকেটের মাধ্যমে মাগুরা শহর ও শহরতলীর বিভিন্ন দোকান ও বাসা বাড়িতে চুরি সংঘটিত করে আসছিল। তাদের বিরুদ্ধে চুরির অপরাধে মামলা রুজু করা হয়েছে। এছাড়া হত্যা মামলার আসামী সালমান ওরফে পংখীকে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।